বিশ্বকাপ বিক্রি : মুখ খুললেন বিসিসিআই দুর্নীতি দমন ইউনিটের প্রধান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৩ জুলাই ২০২০
বিশ্বকাপ বিক্রি : মুখ খুললেন বিসিসিআই দুর্নীতি দমন ইউনিটের প্রধান

২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলংকা! সম্প্রতি এমন মন্তব্য করেন, দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অথুলগামাগে। তার এমন মন্তব্যের বিরোধিতা করেন ওই বিশ্বকাপ ফাইনাল খেলা শ্রীলঙ্কার দুই সেরা খেলোয়াড় অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে। ফাইনাল পাতানোর প্রমানও চেয়েছেন তারা দুজন।

এতে নড়েচড়ে বসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও সে দেশের সরকার। তাই ফাইনাল তদন্তের কথা জানান তারা। অবশেষে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ওই ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে।

অবশ্য ফাইনাল নিয়ে অভিযোগ তুলে এখন সুর নরম করেছেন অথুলগামাগে। তবে তাতে বন্ধ হয়নি সরকারের তদন্ত কার্যক্রম। তদন্তের স্বার্থে ইতোমধ্যে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জেরা করেছে শ্রীলঙ্কার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিট।

ডি সিলভার পর বিশ্বকাপের ওই ফাইনাল ম্যাচে ৩০ মিনিট ক্রিজে থেকে ২০ বলে ২ রান করা ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলঙ্কান পুলিশ। থারাঙ্গার পর বৃহস্পতিবার (২ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সেই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে ও অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে।

এবার বিশ্বকাপ ফাইনাল বিক্রি নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ। ‘দ্য উইক’ এর সাথে আলাপকালে তিনি বলেন, ‘১০ বছর পর এই বিষয়টি উঠে আসায় আমি অবাক। আমার অভিজ্ঞতা বলে, তদন্ত করতে যত দেরি হবে প্রমাণ মিলতে তত দেরি হবে।’

দুর্নীতি নিয়ে কোনও তদন্ত শুরু হলে তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরই করা উচিত বলে মনে করেন তিনি। তার যুক্তি, ‘বিশ্বকাপ খেলা হচ্ছিল আইসিসির অধীনে। তাই দুর্নীতি সংক্রান্ত যদি কোনও অভিযোগ ওঠে তবে তা আইসিসিরই তদন্ত করা উচিত। আর ভারতে ওই ম্যাচ নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যান্ডিতে ব্যাটসম্যানদের দাপট

ক্যান্ডিতে ব্যাটসম্যানদের দাপট

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় শ্রীলঙ্কা

প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনায় শ্রীলঙ্কা

বিশ্বকাপের ‘ফিক্সিং’ নিয়ে আবারও মুখ খুললেন মাহেলা

বিশ্বকাপের ‘ফিক্সিং’ নিয়ে আবারও মুখ খুললেন মাহেলা