কোহলিদের প্রস্তুতি নিয়ে বিসিসিআই’র ভাবনায় বিদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৮ জুলাই ২০২০
কোহলিদের প্রস্তুতি নিয়ে বিসিসিআই’র ভাবনায় বিদেশ

ফাইল ফটো

প্রাণঘাতি করোনার কারণে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ টি-টোয়েন্টি বাতিল হলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআই’র। এছাড়া ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় সিরিজ রয়েছে ভারতের। দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিসিআই।

ভারতে করোনাভাইরাসের সংক্রমন দিন-দিন বৃদ্ধি পাওয়ায় দেশের মাটিতে ক্রিকেট ফেরানো বা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ অবস্থায় বিদেশে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিসিআই। আর সেটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের সফরের পর থেকে ক্রিকেট থেকে দূরেই রয়েছে ভারত। যে কোন সিরিজ শুরুর আগে অন্তত ছয় সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প চায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। সামনে আইপিএল ও অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ফিটনেসকে ধরে রাখতে যথাযথ প্রস্তুতি দরকার কোহলি-রোহিতদের।

বিসিসিআই’র একটি সূত্র বলছে, মুম্বাইয়ে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে এবারের আইপিএল আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সেখানে যদি ক্যাম্প করা যায়, তা খেলোয়াড়দের জন্যই ভালো হবে।

এদিকে সেপ্টেম্বরে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজও বাতিল হতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে সেটি হওয়ার প্রধান কারণ হতে পারে, আইপিএল।

ভারতে এখন পর্যন্ত (১৬ জুুলাই) ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ৬০৯ জন মারা গেছেন। চিকিৎসা গ্রহণে ভালো হয়েছেন ৬ লাখ ৩৬ হাজার ৬০২ জন। এছাড়া দেশটিতে এখনো প্রতিদিনই নতুন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পরিবারসহ কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

পরিবারসহ কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিল বিসিসিআই

অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিল বিসিসিআই

নিজেদের স্বার্থে বিশ্ব ক্রিকেটের ক্ষতি করছে ভারত : পিসিবি বস

নিজেদের স্বার্থে বিশ্ব ক্রিকেটের ক্ষতি করছে ভারত : পিসিবি বস

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত