তামিমদের ব্যাটিং মাস্টার হলেন উইলিয়ামসনদের সাবেক গুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৬ আগস্ট ২০২০
তামিমদের ব্যাটিং মাস্টার হলেন উইলিয়ামসনদের সাবেক গুরু

শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারিবারিক কারণে টাইগারদের ব্যাটিং কোচের পদ ছেড়ে দেওয়া দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হলেন ম্যাকমিলান।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শ্রীলঙ্কা সফরের জন্য প্রাক-ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন ম্যাকমিলান।

১৯৯৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন ৪৩ বছর বয়সী ম্যাকমিলান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান।

ক্যান্টারবুরি, মিডলসেক্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যানের।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কান সফরের জন্য ২৩ বা ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দেশে তিন দিনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর শ্রীলঙ্কাতে মূল অনুশীলন সারবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের হয়ে এক দশকের ক্যারিয়ারে ম্যাকমিলান টেস্ট-ওয়ানডে- টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশি রান করেছেন। ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ রান ও ৮টি টি-টোয়েন্টিতে ১৮৭ রান করেছেন ম্যাকমিলান। বল হাতে টেস্টে ২৮টি ও ওয়ানডেতে ৪৯টি উইকেট শিকার করেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিয়ান তারকার ক্লাসে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা

অলিম্পিয়ান তারকার ক্লাসে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা

‘প্রতারক-জোচ্চোর’ বলা ইংলিশ সমর্থকদের মিস করবেন স্মিথ!

‘প্রতারক-জোচ্চোর’ বলা ইংলিশ সমর্থকদের মিস করবেন স্মিথ!

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে পাকিস্তানের দল!

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে পাকিস্তানের দল!

ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ক্রাওলি

ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ক্রাওলি