করোনা নেগেটিভ সাকিব আল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০
করোনা নেগেটিভ সাকিব আল হাসান

ফাইল ফটো

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা পরীক্ষা করিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই পরীক্ষায় সাকিবের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। অর্থাৎ, বিমান ভ্রমণে সাকিব আল হাসান করোনাভাইরাসের সংস্পর্শে আসেননি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাকিব আল হাসানের পরিবার থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাকিব।

পাঁচ মাস পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব আল হাসান। ঢাকার ফেরার পর থেকেই বাসায় অবস্থান করছেন তিনি।

দেশের বিমান ধরার আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছিলেন সাকিব। তবে নিয়ম অনুসারে বিমান ভ্রমণের মাধ্যমে বিদেশে থেকে দেশে আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। তবে সাকিব সরাসরি করোনা পরীক্ষা করে নিশ্চিত হলেন যে তিনি করোনাভাইরাসের সংস্পর্শে আসেননি।

জানা গেছে, নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে মাত্র দুই মাস বাকি থাকা সাকিব আল হাসান এখন বিকেএসপিতে একক অনুশীলন করবেন। একই সাথে সেখানেই ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করবে তিনি।

চলতি বছরের ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যুক্ত হওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। সেখানে প্রথম টেস্ট খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে তাকে আবার দেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে। আর সে লক্ষ্যেই বিকেএসপিতে প্রস্তুতি নেবেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাকিবের করোনা টেস্ট নয়, কোয়ারেন্টাইন জরুরি’

‘সাকিবের করোনা টেস্ট নয়, কোয়ারেন্টাইন জরুরি’

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

শ্রীলঙ্কা সফরেই দলে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কা সফরেই দলে ফিরছেন সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব