দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার থাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০
দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার থাবা

চেন্নাই সুপার কিংসের পর এবার দিল্লি ক্যাপিটালস শিবিরেও করোনার থাবা। দিল্লি দলের সহকারী ফিজিয়োথেরাপিস্টের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।

দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দুবাইয়ে পৌঁছার পর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর আরও দুটি পরীক্ষা হবে।

দিল্লির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুবাই পৌঁছানোর পর আমাদের ফিজিয়োথেরাপিস্ট কোনো ক্রিকেটারের কাছে আসেনি । আশা করছি, ১৪ দিনের মধ্যে সে সুস্থ হয়ে ফিরবে।’

এর আগে শুরুর দিকে দুবাইয়ে করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের ১৩ জনের করোনা পজিটিভ আসে। এরমধ্যে দু’জন খেলোয়াড়ও আছেন। তারা হলেন- পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। আক্রান্ত ১৩ জনকে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলে তাঁদের আবারও করোনা পরীক্ষা করা হবে। ওই পরীক্ষাতে নেগেটিভ আসলে ওই ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিতে পারবেন।

এছাড়া বিসিসিআইয়ের এক মেডিকেল অফিসারও করোনায় আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘বোর্ডের এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত। তবে চিন্তার কোনো কারণ নেই। ওই কর্মকর্তার কোন উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ আছেন তিনি। তাকে আইসোলেশনে রাখা আছে। তবে অন্যান্যরা সুস্থ আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। করোনা আক্রান্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।’

ভারতের করোনার প্রকোপ বেশি থাকায় এবারের আইপিএল হবে মুরুর দেশে। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর আর শেষ হবে ১৪ নভেম্বর। আইপিএলের ১৩তম আসরকে সামনে রেখে ইতোমধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাটলার-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

বাটলার-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি