১৮ জনের সবাই করোনা নেগেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২০
১৮ জনের সবাই করোনা নেগেটিভ

শ্রীলঙ্কা সফর সামনে রেখে টাইগার ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ধাপের প্রথম পর্যায়ে শুক্রবার নমুনা সংগ্রহের ১৮ জনের সবার করোনা নেগেটিভ ফল এসেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন টাইগার ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই হিসেবে প্রথম দিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৮ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যাদের কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

শ্রীলঙ্কা সফরের আগের সূচি অনুযায়ী জাতীয় দলের ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর (রোববার) হোটেল উঠার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শেষে শ্রীলঙ্কার সফরের আগে আরও একবার টাইগারদের করোনা পরীক্ষা করা হবে। সফরের উদ্দেশে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার আগে ২৪ সেপ্টেম্বর আবারও করোনা পরীক্ষা করা হবে।

স্বাগতিক শ্রীলঙ্কা বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরুর সূচি রয়েছে। তবে দেশটিতে পৌঁছে কোয়ারেন্টাইন সময় নিয়ে পুরো সফরটিই এখন শঙ্কার মধ্যে রয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের শর্ত মেনে সফর করতে রাজি নয় বিসিবি, বিষয়টি জানিয়ে দেওয়ার পর এখন সফরের সিদ্ধান্ত নির্ভর করছে শ্রীলঙ্কার সিদ্ধান্তের উপর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ালেন ম্যাকমিলান

টাইগারদের দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ালেন ম্যাকমিলান

টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরতে চান আশরাফুল

টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরতে চান আশরাফুল

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল