পাকিস্তান সফরে সবুজ সংকেত পেল জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২০
পাকিস্তান সফরে সবুজ সংকেত পেল জিম্বাবুয়ে

ফাইল ফটো

পাকিস্তান সরকার আগে থেকে সবুজ সংকেত দিয়ে অপেক্ষায় থাকলেও জিম্বাবুয়ের কাছ থেকে কোন সংকেত পাচ্ছিল না। অবশেষে সেটি এলো। পাকিস্তানের ন্যায় সফরের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে জিম্বাবুয়ে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এ টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

এর ফলে প্রাণঘাতি করোনা পরবর্তী চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে। সেখানে অক্টোবর-নভেম্বরে
তিন ম্যাচে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজ দুটির জন্য ইতোমধ্যে ২৫ সদস্যের দলও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ নভেম্বর।

ওয়ানডে সিরিজ শেষে চারদিন বিরতি দিয়ে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে-পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। এরপর সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

সিরিজ আয়োজনে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান

সিরিজ আয়োজনে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান

জিম্বাবুয়েও যাচ্ছে না ভারত

জিম্বাবুয়েও যাচ্ছে না ভারত

অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ স্থগিত

অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ স্থগিত