প্রেসিডেন্ট’স কাপে তামিমের ব্যতিক্রমী সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ এএম, ২০ অক্টোবর ২০২০
প্রেসিডেন্ট’স কাপে তামিমের ব্যতিক্রমী সিদ্ধান্ত

ছবি : রতন গোমেজ/বিসিবি

জয় পেলেই ফাইনাল নিশ্চিত, বিপরীতে হারলেও ফাইনালের দৌড়ে ঠিক থাকবেন - প্রেসিডেন্ট’স কাপের এমন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। প্রেসিডেন্ট’স কাপে এটাই প্রথম কোন অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

টুর্নামেন্টে এর আগে চার ম্যাচের সবকয়টিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার এটি দ্বিতীয় ও শেষ ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরে গিয়েছিল তামিম একাদশ। এরপর নাজমুল হোসেন শান্ত একাদশকে ৪২ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকে তামিমরা। এবার মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম একাদশ।

এ ম্যাচ জিতলে ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে তামিমদের। আর হারলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে বাঁচা-মারার লড়াইয়ে মুখোমুখি হতে হবে তামিমদের। অন্যদিকে দুই ম্যাচে হারা মাহমুদউল্লাহ একাদশের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ জিততেই হবে। বাঁচা-মারার এ ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত।

মাহমুদউল্লাহ একাদশ (১২ জন)
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, রাকিবুল হাসান, এবাদত হোসেন, রাকিবুল হাসান এবং আবু হায়দার রনি।

তামিম একাদশ (১২ জন)
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহদের বাঁচা-মরার ম্যাচ, ছাড় দেবে না তামিমরা

মাহমুদউল্লাহদের বাঁচা-মরার ম্যাচ, ছাড় দেবে না তামিমরা

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

মাহমুদউল্লাহদের গুড়িয়ে দিয়ে ফাইনালের পথে মুশফিক-আফিফরা

মাহমুদউল্লাহদের গুড়িয়ে দিয়ে ফাইনালের পথে মুশফিক-আফিফরা

মুশফিকের সেঞ্চুরিতেও শান্তদের হার, তামিমদের প্রথম জয়

মুশফিকের সেঞ্চুরিতেও শান্তদের হার, তামিমদের প্রথম জয়