বাঁচা-মরার লড়াইয়ে তামিমের টস হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ এএম, ২২ অক্টোবর ২০২০
বাঁচা-মরার লড়াইয়ে তামিমের টস হার

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ষষ্ঠ ও লিগের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে তামিম একাদশ।

বুধবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলায় লিগ পর্বের এ শেষ ম্যাচটি তামিমদের জন্য বাঁচা-মরার লড়াই। কারণ, আগের তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে পিছিয়ে রয়েছে তারা।

ফাইনালে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তামিম একাদশকে। ফলে জয় ছাড়া তামিম একাদশের সামনে অন্য আর কোন সমীকরণ নেই।

অন্যদিকে, তামিম একাদশ জয় পেলে টুর্নামেন্টের সবগুলো দলই জয় দিয়ে লিগ পর্ব শেষ করবে। সেক্ষেত্রে রান রেটের ওপর নির্ভর করবে কোন দু’টি দল ফাইনাল খেলবে। জটিল সমীকরণের কারণে ফাইনালের আগে এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লিগ পর্বে তিন ম্যাচে দু’টিতে হেরেছে তামিম একাদশ। তাদের দু’টি হারই মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে। একমাত্র জয়টি এসেছে আজকের ম্যাচের প্রতিপক্ষ নাজমুল একাদশের বিপক্ষেই। ওই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়েছিল তামিম একাদশ।

নাজমুল একাদশ তিন ম্যাচে দুই জয়ে টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে। তাদের দুটি জয়ই এসেছে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে।

তামিম একাদশ (১২ জন)
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাকমুদুল আকন, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, সাইফউদ্দিন, মেহেদী হাসান, মো. শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নাজমুল একাদশ (১২ জন)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘প্রতি বছরই প্রেসিডেন্টস কাপ আয়োজন করা উচিত’

‘প্রতি বছরই প্রেসিডেন্টস কাপ আয়োজন করা উচিত’

তামিমদের হতাশ করে ফাইনালের দৌড়ে মাহমুদউল্লাহরা

তামিমদের হতাশ করে ফাইনালের দৌড়ে মাহমুদউল্লাহরা

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত