‘প্রতি বছরই প্রেসিডেন্টস কাপ আয়োজন করা উচিত’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ এএম, ২১ অক্টোবর ২০২০
‘প্রতি বছরই প্রেসিডেন্টস কাপ আয়োজন করা উচিত’

দেশের তরুণ খেলোয়াড়দের প্রস্তুত ও তাদের যোগ্যতার প্রমাণ করার জন্য প্রতি বছরই বিসিবি প্রেসিডেন্ট’স কাপ আয়োজন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, সিনিয়র খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারায় তরুণ খেলোয়াড়রা অনেক কিছুই শিখছে। যা টুর্নামেন্টের জন্য একটি ভালো দিক।

কোভিড-১৯ মহামারির কারণে চলতি বছরের মার্চ থেকে দেশের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। করোনার প্রকোপের মধ্যেও ক্রিকেটকে ফেরাতে বিসিবির ধারাবাহিক উদ্যোগে বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টের আয়োজন করেছে।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের মাহমুদ বলেন, ‘ছেলেদের মাঠে ফেরানোরই আমাদের লক্ষ্য ছিল। এটি আমাদের দুর্দান্ত সাফল্য।’

তিনি বলেন, ‘তরুণরা পারফর্ম করছে, বড়দের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে খেলছে, এটি দেখতে ভালো লাগছে। তারা ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছে, অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। আমার মনে হয় এটি আমাদের জন্য একটি বড় অর্জন।’

সুজন জানান, ‘আমি মনে করি, এ জাতীয় টুর্নামেন্টের বার বার আয়োজন করা হলে আমাদের তরুণদের ভালো হবে। আমাদের সিনিয়ররা এখন অনেক অভিজ্ঞ। বিশ্বের অনেক খেলোয়াড়দের চেয়েও অভিজ্ঞ। মুশফিক, রিয়াদ, তামিম এখানে খেলছেন, মাশরাফি ও সাকিব এখানে নেই। দু’জন যদি থাকত তবে তরুণ খেলোয়াড়রা তাদের কাছ থেকে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারতো। এটি ইতিবাচক দিক।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে খুলে যেতে জাতীয় দলের দরজা

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে খুলে যেতে জাতীয় দলের দরজা

প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি