পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ এএম, ০৬ জানুয়ারি ২০২১
পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ

চলতি মাসের ১০ তারিখে লাহোরে অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। পিএসএলের এ আসরের প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশি পেসার ছাড়াও একই ক্যাটাগরিতে আছেন ক্রিস গেইল, রশীদ খান, ডেভিড মালানের মতো টি-টোয়েন্টির হটকেকরা। যদিও পিএসএলের এবারের আসরে মোস্তাফিজের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
sportsmail24
পিএসএল চলার একই সময়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। এক মাসের বেশি লম্বা সফরের জন্য ২৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টাইগাররা। বাংলাদেশের সেই সফরটি শেষ হবে ২৮ মার্চ।

লাহোরে পিএসএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে ২২ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২০ মার্চ। ফলে প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজ থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পিএসএলে খেলার অনুমতি দেবে না, এটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সুসংবাদ দিলেন দেবী শেঠী

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সুসংবাদ দিলেন দেবী শেঠী

নিজের খেলা চালিয়ে যাবেন মাশরাফি

নিজের খেলা চালিয়ে যাবেন মাশরাফি

বাংলাদেশ দলে নতুন মুখ : ওয়ানডে ক্রিকেটে চারজন, টেস্টে দু’জন

বাংলাদেশ দলে নতুন মুখ : ওয়ানডে ক্রিকেটে চারজন, টেস্টে দু’জন

দেশে ফিরে নতুন অতিথির জন্য দোয়া চাইলেন সাকিব

দেশে ফিরে নতুন অতিথির জন্য দোয়া চাইলেন সাকিব