বাংলাদেশ গেমসে শিরোপা জিতলেন সালমারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৩ মার্চ ২০২১
বাংলাদেশ গেমসে শিরোপা জিতলেন সালমারা

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হওয়া নারী ক্রিকেটের শিরোপা জিতলেন সালমা খাতুনরা। শুক্রবার (১২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শারমীন সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে সালমা খাতুনের বাংলাদেশ নীল দল।

গ্রুপ পর্বে দুই ম্যাচেই ব্যাট-বল হাতে সবুজ ও লাল দলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে জয় তুলে ফাইনাল নিশ্চিত করেছিল নীল দল। অর্থাৎ, টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতলো নীল দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় শারমীন সুলতানার বাংলাদেশ সবুজ দল। ওয়ানডে ক্রিকেটে এতো স্বল্প রানের টার্গেট পেয়ে ২ উইকেট হারিয়ে খুব সহজেই টপকে যায় নীল দল।

প্রথমে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মনি। এছাড়া রুমানা আহমেদের ৩৫ বলে ১৪ এবং সানজিদা ইসলামের ৩১ বলে ১২ রান ছাড়া আর কেউ দুই অংকে পৌঁছতে পারেননি।

নীল দলের পক্ষে বল হাতে জাহানারা আলম এবং মুমতা হেনা ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া সালমা খাতুন ২টি এবং বাকি উইকেটটি নেন রাবেয়া খান।

ওভার প্রতি গড়ে ২ রানেরও কম ৭৩ রানের টার্গেটে ব্যাট করতে দলীয় ২৪ এবং ৫৪ রানে দুই ওপেনারকে হারিয়ে জয় তুলে নেয় হারায় নীল দল। মুর্শিদা খাতুন ৯ রানে ফিরে গেলেও শামীমা সুলতানা করেন ৩১ রান। এরপর ইশমা তানজিমকে সঙ্গে নিয়ে ১৮ দশমিক ২ বলেই জয় তুলে নেন ফারজানা হক। ইশনা ১ রানে এবং ফারজানা ২৮ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে ৩১ রান করা নীল দলের শামীমা সুলতানা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’

‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

কারো ফিটনেসে ঘাটতি দেখছেন না সালমা

কারো ফিটনেসে ঘাটতি দেখছেন না সালমা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা