আমরা মুখিয়ে ছিলাম, কিন্তু কিছু করতে পারিনি : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ এএম, ০২ এপ্রিল ২০২১
আমরা মুখিয়ে ছিলাম, কিন্তু কিছু করতে পারিনি : মাহমুদউল্লাহ

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই কোনো ম্যাচের ফল নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার একটু ভিন্নতা ছিল। আশা ছিল, হারের বৃত্ত থেকে বের হয়ে কিছু একটা অর্জনের। সেখানে কিছুটা নয়, পুরোটাই ব্যর্থ হয়েছে টাইগাররা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ করে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সফরে আক্ষেপ আর টানা হতাশার মাঝে শেষটা হয়েছে আরও হতশ্রী। শেষ টি-টোয়েন্টিতে বোলাররা রান দেওয়ারপ পর ব্যাটসম্যানরাও ছিলেন দিশেহারা। ৯ দশমিক ৩ ওভারেই গুটিয়ে গেছে বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিট।

বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস।

ইনজুরির কারণে একাদশে না থাকলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকেই হাজির হতে হয়েছিল। সেখানে দলের এমন বাজে হার মেনে নিতে পারছেন ন বলেও জানান তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আপনি যখন ৭৬ রানে অলআউট হবেন, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজ জুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলিনি।’

তিনি বলেন, ‘আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু আমরা মাঠে সেটি দেখাতে পারিনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। তারপরও আমাদের এ সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে পরের সিরিজের জন্য কাজ করতে পারবো।’

নিজেদের এমন বাজে সফর ভুলতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘অবশ্যই আমরা এ সিরিজটি ভুলতে চাইবো। কারণ, আমরা এখানে এসেছিলাম কিছু অর্জন করতে, আমরা এখানে আগে কখনও কিছু করতে পারিনি। আমরা মুখিয়ে ছিলাম এই সফরে প্রতিযোগিতার জন্য, কিন্তু আমরা কিছু করতে পারিনি।’

করোনার কারণে নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন সময় পার করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথম বারের মতো দেশের বাইরে কোয়ারেন্টাইন নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা কঠিন ছিল (কোয়ারেন্টাইন)। আমাদের নিয়ম মানতে হবে, এটা নিউজিল্যান্ডবাসীর কল্যাণের জন্য, সুতরাং আমাদের এটিকে সম্মান করতে হবে।’

‘কিন্তু কোয়ারেন্টাইন খুবই কঠিন। কারণ, ৮ দিন একটি রুমে থাকতে হয় এবং তারপর আমরা অনুমতি পাই দুই ঘণ্টার জন্য বাইরে যাওয়ার। কিন্তু আমরা ভালো সময় কাটিয়েছি, ব্যাটিং, গ্রাউন্ড ফিল্ডিং করে। প্রস্তুতির হিসাবে আমাদের প্রস্তুতি ঠিকই ছিল। আমরা পারফর্ম করতে পারিনি।’

নিউজিল্যান্ডের মাটিতে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমরা জানতাম এটি কঠিন হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারোরই খেলতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল। আমরা জানতাম আমাদের তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে উড়ন্ত ফর্মে থাকা তাদের হারাতে। আমরা তা করতে পারিনি।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিউজিল্যান্ডে জয় পেতে করণীয় জানালেন সৌম্য

নিউজিল্যান্ডে জয় পেতে করণীয় জানালেন সৌম্য

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ