ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তামিম-তাসকিনরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ এএম, ১১ এপ্রিল ২০২১
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তামিম-তাসকিনরা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল (সোমবার) দেশ ত্যাগ করবে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার (১০ এপ্রিল) বেলা ১১ থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শুরু হয় ক্রিকেটারদের টিকাদান কর্মসূচি।

বিসিবি সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুসারে টিকার প্রথম ডোজ নেওয়ার ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। সে কারণে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ (শনিবার) এবং রোববার (১১ এপ্রিল) দ্বিতীয় ডোজ নিয়ে নিবেন ক্রিকেটার। তাদের সাথে সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজন্ট ও টিম বয়দেরও টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

টিকাদান কর্মসূচি শুরুতেই টিকা নিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। এরপর একে একে মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা টিকা নেন।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

স্পোর্টসমেইল২৪/এসআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে টাইটেল স্পন্সর ওয়ালটন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নতুন ৩ মুখ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নতুন ৩ মুখ

ভারত বিশ্বকাপের ‘প্রস্তুতিতে’ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা

ভারত বিশ্বকাপের ‘প্রস্তুতিতে’ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা

শুরুর ম্যাচে কোহলিদের হাসি শেষ বলে

শুরুর ম্যাচে কোহলিদের হাসি শেষ বলে