ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ এএম, ১৮ মে ২০২১
ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

ফাইল ফটো

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ সিরিজে দলে রাখা হয়েছে এক ঝাঁক স্পিনার। যাদের মধ্যে রয়েছেন মিচেল সোয়েপসন, তানভীর সাঙ্গা ও অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্টেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিরিজে ক্রিকেটের এ ফরম্যাটে ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করা হয়।

ঘোষিত প্রাথমিক দলে ফিরেছেন স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নার, ময়েজেস হ্যানরিকস, অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স। সর্বশেষ উজিল্যান্ডের বিপক্ষে তারা সিরিজে ছিলেন না।

এছাড়া পেস আক্রমণে কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কদের সঙ্গে কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন ও অ্যান্ড্রু টাইদেরে রাখা হয়েছে। স্কোয়াডে আছেন রাইলি ম্যারেডিথ ও জেসন বেহরেনড্রফের মতো পেসাররাও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ জুলাই থেকে টি-টুয়েন্টি শুরু করবে অস্ট্রেলিয়া। আর ২০ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ২৪ জুলাই। অস্ট্রেলিয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ময়েজেস হ্যানরিকস, মিচেল মার্শ, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনড্রফ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ফিলিপস, রাইলি মেরেডিথ, জস ফিলিপ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক,মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে তিন দলকে দেশে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের আগে তিন দলকে দেশে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বল টেম্পারিং : সবাই জানতেন, শুধু ধরা পড়েছিলেন ব্যানক্রাফট

বল টেম্পারিং : সবাই জানতেন, শুধু ধরা পড়েছিলেন ব্যানক্রাফট

ভারতের ফাঁদে পড়ে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া

ভারতের ফাঁদে পড়ে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া