১৪ দিন পর দেশে ফিরলেন ম্যাক্সওয়েলরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ এএম, ১৮ মে ২০২১
১৪ দিন পর দেশে ফিরলেন ম্যাক্সওয়েলরা

মালদ্বীপে ১৪ দিন কোয়ারেন্টাইন পালনের পর অবশেষে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ারা । সোমবার (১৭ মে) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ সিডনিতে ৩৮ জন অস্ট্রেলিয়াতে আসেন। এবার সিডনির বিভিন্ন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের।

অনির্দিষ্ট সময়ের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার পর আইপিএলের সাথে জড়িত ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালরা সরাসরি মালদ্বীপে যান । সেখানেও কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা। এ বার দেশে ফিরেও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ক্রিকেটারদের জন্য বাড়তি কোনও সুবিধা দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ যে ভাবে কোয়ারেন্টাইনে থাকছেন, তাঁরাও সে ভাবেই থাকবেন। অস্ট্রেলিয়ার ফেরত যাওয়ার বিমান ভাড়া এবং কোয়ারেন্টাইনের খরচ বহন করছে দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

এদিকে, রোববার (১৫ মে) রাতে ইংল্যান্ডে পা রেখেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা নিউজিল্যান্ড দলের চার সদস্য। দলের ছিলেন টিম সাউদি, বিজে ওয়াটলিং, রস টেইলর এবং নিল ওয়াগনার। অকল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে তাঁরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামেন। তবে কেন উইলিয়ামসন, কাইল জেমিসনের মত আইপিএলে অংশ নেওয়া খেলোয়াড়রা সোমবার (১৬ মে) ইংল্যান্ডে যাবেন।

স্পোর্টসমেইল২৪/আরকে/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

রুমবন্দি শ্রীলঙ্কা, হোটেল বন্দি হচ্ছে বাংলাদেশ

রুমবন্দি শ্রীলঙ্কা, হোটেল বন্দি হচ্ছে বাংলাদেশ