আরব আমিরাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ: পিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ এএম, ০৬ জুন ২০২১
আরব আমিরাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ: পিসিবি সভাপতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য যখন ভারত সময় চেয়ে নিয়েছে ঠিক তখনই চাঞ্চল্যকর ভাবে ভারত নয়, সংযুক্ত আরব আমিরাতেই বিশ্বকাপ হবে বলে জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এর চেয়ারম্যান এহসান মানি।

পাকিস্তানের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মানি কোন সংশয় না রেখে সরাসরিই বললেন আরব আমিরাতেই বসবে এবারের বিশ্বকাপ। তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন হওয়ার কথা ছিল। তবে এখন সেটি আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে। পরিস্থিতির কারণেই ভারত বাধ্য হয়ে আইপিএলের ম্যাচগুলোও আরব আমিরাতে করছে।'

বর্তমান এই করোনাকালীন সময়ে সিরিজ আয়োজন করা সহজ নয় বলে মনে করেন মানি। তিনি মনে করেন, শুধু ভারত নয়, করোনার কারণে প্রতিটি ক্রিকেট বোর্ডকেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাছাড়া সকল খেলোয়াড়দের নিরাপত্তার দিকটিও খেয়াল রাখতে হয়।

এহসান মানি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট আয়োজন সহজ কাজ নয়। সকল ক্রিকেট বোর্ডই এই পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছে। আমরা ঝুঁকি নিতে পারি না। ক্রিকেট খেলোয়াড় থেকে জড়িত সকলের স্বাস্থ্যগত নিরাপত্তাও আমাদের নিশ্চিত করতে হয়।'

পরিস্থিতির শিকার হয়েই পিএসএলও আবুধাবিতে আয়োজন করতে হচ্ছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের কাছেও পিএসএল আবুধাবিতে ছাড়া আয়োজনের উপায় ছিল না। আমাদের কাছে দুটি পথ খোলা ছিল। হয়তো আবুধাবিতে লিগ চালানো নয়তো লিগ বাতিল করে দেয়া। আবুধাবিতে পিএসএল আয়োজনই আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ সিদ্ধান্তে ভারতের কাঁধেই দায়িত্ব দিল আইসিসি

বিশ্বকাপ সিদ্ধান্তে ভারতের কাঁধেই দায়িত্ব দিল আইসিসি

পারিশ্রমিক কাটা হচ্ছে সাকিব-মোস্তাফিজের

পারিশ্রমিক কাটা হচ্ছে সাকিব-মোস্তাফিজের

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

চমক রেখে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

চমক রেখে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের