পুরনো সেই টুইটেই নিষিদ্ধ রবিনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ এএম, ০৮ জুন ২০২১
পুরনো সেই টুইটেই নিষিদ্ধ রবিনসন

৮, ৯ বছরের পুরনো টুইটে কপাল পুড়লো রবিনসন। ২০১২ ও ২০১৩ সালে বর্ণবাদী ও যৌনতাবাদী টুইট করেন তিনি। সেই পুরনো টুইট আবার সবার সামনে চলে আসায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে রবিনসনকে। টুইটগুলোতে রবিনসন মুসলিমবিরোধী, এশীয় ও নারীদের প্রতি আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হওয়ার পর ভাইরাল হয়ে পড়ে তার সেই টুইটগুলো।

অতিথি কিউই ক্রিকেটারদের নিয়ে বৈষম্যবিরোধী বার্তা দিতে বিশেষ টি-শার্ট পড়েছিলেন ক্যাপ্টেন জো রুটের দল। বৈষম্য দূরীকরণের দাবীতে সকল ক্রিকেটার যখন একাত্মতা প্রকাশ করেছিলেন, ঠিক তখনই রবিনসনের বর্ণবাদী টুইটগুলো সামনে চলে আসে।

নিষিদ্ধ হওয়ার পর রোববার (৬ জুন) ই ক্যাম্প ছাড়েন এ পেসার। নিজের কর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরেনি ইংল্যান্ড।

শুধু নিষিদ্ধই নয়, আরও বড় শাস্তিও পেতে পারেন তিনি। রবিনসনের টুইট গুলো নিয়ে তদন্ত করবে ইসিবি। তদন্তের রিপোর্ট পাওয়ার পর পুনরায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার পূর্ব পর্যন্ত নিষিদ্ধই থাকবেন তিনি।

নিজের অভিষেক ম্যাচে অবশ্য রঙ্গিন ই ছিলেন তিনি। ১০১ রান দিয়ে শিকার করেছিলেন ৭ উইকেট। সাথে ব্যাট হাতে সংগ্রহ করেন ৪২ রান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

'নেগেটিভ' ইমরুল কায়েস

'নেগেটিভ' ইমরুল কায়েস

অবশেষে পাকিস্তান দলে ফিরছেন আমির!

অবশেষে পাকিস্তান দলে ফিরছেন আমির!

কোহলি-উইলিয়ামসনের পরীক্ষা হবে সাউথহ্যাম্পটনে : হেসন

কোহলি-উইলিয়ামসনের পরীক্ষা হবে সাউথহ্যাম্পটনে : হেসন

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর