সংবাদ সম্মেলনে আসছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ১৪ জুন ২০২১
সংবাদ সম্মেলনে আসছেন সাকিব

ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি মেনে নিলেও সাকিবের বিপক্ষে আনিত শাস্তি মওকুফের আবেদন করেছে মোহামেডান। এবার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ক্লাবটি।

রাজধানীর মতিঝিলস্থ মোহামেডানের ক্লাব প্যাভেলিয়নে সোমবার (১৪ জুন) বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার (১৩ জুন) মোহামেডানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন> সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

বলা হয়, ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দলের অধিনায়ক ও বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে আনীত শাস্তি ও জরিমানা নিয়ে ক্লাব ও সাকিব নিজস্ব মতামত প্রদান করবেন।

এদিকে, বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি যে, সাকিব আল হাসান স্বশরীরে উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালভাবে উপস্থিত থাকবেন। কারণ, করোনা পরিস্থিতি মাঝে বায়ো-বাবলের বিষয় রয়েছে। যদিও নিষেধাজ্ঞার পর সাকিব বায়ো-বাবলের মধ্যেই রয়েছেন কি-না তা জানা যায়নি।

আরও পড়ুন> অনুতপ্ত সাকিব, বললেন ভবিষ্যতে আর হবে না

শুক্রবার (১১ জুন) মিরপুরে ডিপিএলের সপ্তম রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান এবং আবাহনী মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মেনে নিতে না পেরে মেজাজ হারিয়ে মাঠেই অশোভন আচরণ করেন সাকিব আল হাসান।

প্রথমবার নিজের বলে এলবিডব্লিউ-এর আবেদনে প্রত্যাখ্যান হলে উইকেটে লাথি মারেন সাকিব। পরের ওভারেই বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করলে দূর থেকে তেড়ে গিয়ে উইকেট তুলে ছুড়ে মারেন তিনি।মাঠের মাঝে সাকিবের এমন কাণ্ডে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের শাস্তি মওকুফে আবেদন

সাকিবের শাস্তি মওকুফে আবেদন

সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ