সুপার ওভারে মোহামেডানের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৭ জুন ২০২১
সুপার ওভারে মোহামেডানের জয়

সাভারের বিকেএসপিতে উত্তেজনা তৈরি করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনা ম্যাচটি গড়িয়েছে সুপার ওভারে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলমান আসরের প্রথম সুপার ওভারে জয় তুলে নিয়েছে মোহামেডান।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৩ রান সংগ্রহ করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ফলে জয়ের জন্য মোহামেডানের সামলে লক্ষ্য দাঁড়ায় ১৪ রান। ব্যাট করতে নেমে ছক্কা দিয়ে শুরু করা ইরফান শুক্কুর শেষ বলে চার মেরে দলকে জয়ের স্বাদ দেন।

বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচ রূপ নেয় টি-টেন ম্যাচে। দশ ওভারের খেলায় মোহামেডান প্রথমে ব্যাট করে ৯  উইকেট হারিয়ে ৮৮ রান তুলে। খেলাঘরও নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৮৮ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। 

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যাটিং বিপর্যয়ে ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে মোহামেডান। আব্দুল মজিদের ৩০ বলে ৫৭ রান ব্যতীত দলের কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। খেলাঘরের ইরফান ৪ উইকেট শিকার করেন। 

জয়ের জন্য ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদী মিরাজ ১৭ বলে ৩৩ ও অধিনায়ক জহিরুল ইসলাম করেন ১৫ বলে ২৮ রান। মোহামেডানের হয়ে তাসকিন ২টি ও শুভাগত হোম, আসিফ ও রাহি ১টি করে উইকেট লাভ করেন। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ সাকিবের দুই দফায় করোনা পরীক্ষা

নিষিদ্ধ সাকিবের দুই দফায় করোনা পরীক্ষা

ভারতের প্রস্তাবে শ্রীলঙ্কার না

ভারতের প্রস্তাবে শ্রীলঙ্কার না

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার