শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ এএম, ২৭ জুন ২০২১
শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন সময়েই ৫০ জন ক্রিকেট বিশ্লেষক নিয়ে একটি প্যানেল তৈরি করেছিল স্টার স্পোর্টস। যাদের কাজ ছিল একবিংশ শতাব্দীর সেরা ব্যাটার, সেরা বোলার, সেরা অলরাউন্ডার ও সেরা অধিনায়ককে খুঁজে বের করা। তাদের জরিপের ফল এবার প্রকাশ করলো স্টার স্পোর্টস।

ক্রিকেট বিশ্লেষকদের জরিপে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট অলরাউন্ডারের খেতাব লাভ করেছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২৯২টি উইকেটের পাশাপাশি ১৬৬ টেস্টে ১৩২৮৯ রান করেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

টেস্টে সর্বাধিক উইকেট শিকার করা শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন লাভ করেছেন একবিংশ শতাব্দীর সেরা টেস্ট বোলারের খেতাব। ১৩৩ টেস্ট ম্যাচ খেলে মুরালি শিকার করেছেন ৮০০ উইকেট।

একবিংশ শতাব্দীর সেরা টেস্ট ব্যাটসম্যানের খেতাব অর্জন করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৫১টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরিতে শচীনের রানসংখ্যা ১৫৯২১। দেশের হয়ে ৫৭টি টেস্টে নেতৃত্ব দেয়া ওয়াহ জিতেছিলেন ৪১টি টেস্ট ম্যাচ। তার এই রেকর্ডকেই আমলে নিয়েছে স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেল। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

জেমিসনে মুগ্ধ শচীন

জেমিসনে মুগ্ধ শচীন

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধন ১৭ অক্টোবর

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধন ১৭ অক্টোবর

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নিয়ে ফিঞ্চের হুঁশিয়ারি

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নিয়ে ফিঞ্চের হুঁশিয়ারি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড