স্থগিত আইপিএলে খেলবেন না স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৫ জুলাই ২০২১
স্থগিত আইপিএলে খেলবেন না স্মিথ

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশে দেখা যাবে না স্টিভেন স্মিথকে। কনুইয়ের ইনজুরির কারণে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। এছাড়াও একই সমস্যার কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

চলতি বছরের এপ্রিল-মেতে অনুষ্ঠিত আইপিএলে ব্যাথানাশক নিয়ে খেলেছিলেন বলে জানিয়েছেন স্টিভেন স্মিথ। এ বিষয়ে স্মিথ বলেন, ‘আইপিএলে প্রতিবার ব্যাটিংয়ে নামার সময় আমি ব্যাথানাশক নিয়ে নেমেছি। এখন ইনজুরি থেকে কিছুটা সেরে উঠার পথে আছি আমি, এখন আইপিএল খেলে আবারও ইনজুরিতে পড়তে চাই না।’

চলতি বছরের অসমাপ্ত আইপিএলের ১৪তম আসরে ৬ ম্যাচে ব্যাট করেছিলেন স্মিথ। এ সময় ২৬ গড়ে ১০৬ রান করেন তিনি। ইনজুরির কারণে নিয়মিত একাদশে সুযোগ পেতেও তাকে বেশ হিমশিম খেতে হয়েছে। কিছুদিন আগে ব্যাটিংয়ের গ্রিপে কিছুটা পরিবর্তন এনেছেন স্টিভেন স্মিথ। তখন থেকেই হাতে কিছুটা ব্যাথা অনুভব করছেন।

ইনজুরির কারণে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন স্মিথ। পুরোপুরি সুস্থ না হলে চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকেও নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন বলে আভাস দিয়েছেন।

এ বিষয়ে স্মিথ বলেন, ‘আমি খুব ধীরে ধীরে সুস্থতার দিকে আগাচ্ছি। তবে এ অবস্থায় আমি কোনো ঝুঁকি নিতে রাজি নয়। ক্যারিয়ারে আমার মূল উদ্দেশ টেস্ট ক্রিকেট। এর জন্য দরকার হলে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে প্রত্যাহার করে নিবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

পৃথ্বীকে দলে নেওয়া অন্যদের জন্য অপমানজনক: কপিল দেব

পৃথ্বীকে দলে নেওয়া অন্যদের জন্য অপমানজনক: কপিল দেব

ম্যারাডোনাকে ছুঁতে মেসির দরকার ‘চার গোল’

ম্যারাডোনাকে ছুঁতে মেসির দরকার ‘চার গোল’