পাকিস্তানের অবস্থা বাজে, লজ্জাজনক পরাজয় : শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৫ জুলাই ২০২১
পাকিস্তানের অবস্থা বাজে, লজ্জাজনক পরাজয় : শোয়েব  আখতার

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার কথা ছিল। কিন্তু সিরিজ শুরুর আগে কোভিডের হানায় প্রায় পুরো দলই বদলে ফেলতে হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে ইংল্যান্ড। ইংল্যান্ডের সেই দ্বিতীয় সারির দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া পাকিস্তান দলকে একহাত নিলেন সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তান দলের অবস্থা খুবই বাজে বলে জানান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তৃতীয় ম্যাচে বড় স্কোর গড়েও হার এড়াতে পারেনি পাকিস্তান। শোয়েব আখতার মনে করেন, খেলোয়াড়দের চেয়ে বোর্ড এর গাফিলতিই বেশি দায়ী এজন্য।

তিনি বলেন, 'লজ্জাজনক পরাজয় আমাদের জন্য। আমাদের বোর্ড অতি সাধারণ। আর তারা সাধারণ কিছু লোকই নিয়ে আছে। আমাদের ম্যানেজমেন্টও খুবই বাজে। আর তারা দলও গড়ে খুব বাজে। তাদের কাছে অসাধারণ কিছু আশা করা যায় না। তাদের কাছে প্রত্যাশা করাই ভুল।'

শোয়েব আখতার আরও মনে করেন, পাকিস্তান দল এখনও সেই আগের যুগের মতোই ক্রিকেট খেলে, যা বর্তমান সময়ের সাথে মানানসই নয়। ইংল্যান্ড ক্রিকেট দলের উদাহরণ টেনে তিনি বলেন, 'তারা আমাদের চেয়ে কেনো ভালো করছে? আমাদের মানসিকতা হলো উইকেট পড়লেই ধীরে ব্যাট করা এবং শেষ দিকে হিট করার চেষ্টা করা। এগুলো এই যুগের সাথে চলে না।'

নতুন প্রজন্মের কোন ক্রিকেটারের মাঝে শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, ওয়াসিম আকরাম হওয়ার সম্ভাবনা খুঁজে পান না তিনি। ' লোকে খেলা দেখতে মাঠে আসছে। কিন্তু এই ধরনের পাফরম্যান্সের পর দর্শক কখনোই বাড়বে না। তরুণদের প্রেরণা জোগানোর মতো তারকাই তো নেই। তাহলে পরবর্তী শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, ওয়াসিম আকরাম কোথায় থেকে আসবে?' প্রশ্ন তুলেন তিনি।

শোয়েব আখতার একই সাথে স্পষ্ট করে জানিয়ে দেন, কোন চাকরির আশায় তিনি এমনটি করছেন না। বরং নিজ দেশকে ভালোবেসেই তার এই কথাগুলো বলা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'পাকিস্তান ক্রিকেট খুব বাজে অবস্থায় আছে। আমার চাকরি প্রয়োজন বলে বকবক করছি না। আমি হতাশ। দেশের হয়ে আমিও খেলেছি।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড

বড় দলগুলোর বিপক্ষে ‘বড় আত্মবিশ্বাস পায়’ আয়ারল্যান্ড

বড় দলগুলোর বিপক্ষে ‘বড় আত্মবিশ্বাস পায়’ আয়ারল্যান্ড

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ধারাবাহিক হলেই জাতীয় দলে নিয়মিত হওয়া যাবে : মোসাদ্দেক

ধারাবাহিক হলেই জাতীয় দলে নিয়মিত হওয়া যাবে : মোসাদ্দেক