শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ এএম, ১২ আগস্ট ২০২১
শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থানে উঠেছেন সাকিব আল হাসান। এছাড়াও বোলার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। সাকিব-মোস্তাফিজ ছাড়াও র‍্যাঙ্কিংয়ের উন্নতি করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং স্পিনার নাসুম আহমেদ।

সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। চলতি অস্ট্রেলিয়া সিরিজে ৩৪ রেটিং পয়েন্ট পেয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন তিনি। এবার আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে বল হাতে ৭ উইকেট এবং ব্যাট হাতে ১১৪ রান করেছেন সাকিব। বর্তমানে ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেন সাকিব। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একহাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করার পুরষ্কার স্বরুপ র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন তিনি।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাসুম আহমেদ। এরফলে তিনিও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। র‍্যাঙ্কিংয়ে ১০৩ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে অবস্থান করছেন তিনি। এছাড়াও র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২৬ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বিপদে দলের হাল ধরেছিলেন কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ২ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন তিনি।

অজি ক্রিকেটারদের মধ্যে মিচেল মার্শ ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ২১তম অবস্থানে আছেন। এছাড়াও দুই অজি বোলার অ্যাশটন অ্যাগার এবং জশ হ্যাজলেউডও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তাদের অবস্থান যথাক্রমে ৭ম এবং ৩৪তম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান

লঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান

‘সুযোগ’ পেয়েই মিরপুরের চিরচেনা মাঠে মুশফিক

‘সুযোগ’ পেয়েই মিরপুরের চিরচেনা মাঠে মুশফিক

পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি

ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি