ভালোভাবেই সেরে উঠছেন তামিম, আত্মবিশ্বাসী বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৩ আগস্ট ২০২১
ভালোভাবেই সেরে উঠছেন তামিম, আত্মবিশ্বাসী বিসিবি

ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর হাঁটুর ইনজুরির কারণে ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারছেন না তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিজ্ঞ এ ওপেনার পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তামিমের সুস্থতার হার দেখে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‌‘তামিম বেশ ভালোভাবেই সেরে উঠছেন। এ চোটের জন্য তার বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন ছিল। আমরা সে অনুযায়ী পরিকল্পনা করেছি এবং সে খুব ভালোভাবেই সাড়া দিচ্ছে।’

চলতি বছরের এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট সিরিজে ডান হাঁটুতে আঘাত পান তামিম ইকবাল। দীর্ঘ দিন ধরে হাঁটুর ইনজুরিতে ভোগা তামিম করোনাার মাঝে ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) খেলেছেন। তকে ইনজুরির কারণেই আসরের থেকে মাঝপথে বিশ্রাম নেন তিনি।

এরপর জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টও খেলেননি তামিম। তবে ওয়ানডে সিরিজে খেলা চালিয়ে গেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেন তামিম। সে সময়ই বলা হয়, পুরোপুরি সুস্থ হতে তামিমকে অন্তত ২ মাসের বিশ্রামে থাকতে হবে।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই তামিম ইকবালকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি বিসিবি। বিশ্বকাপে পুরোপুরি ফিট রাখতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে তামিমকে বাইরে রাখা হয়েছে। একই সাথে চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিম প্রায় পাঁচ সপ্তাহ শেষ করেছেন। এছাড়া কোন প্রকার সমস্যা ছাড়াই জিম সেশন সম্পন্ন করেছেন। আমরা তার সুস্থতা উন্নতি পরিষ্কার দেখতে পাচ্ছি। আগামী সপ্তাহ থেকে তামিম দক্ষতা অধিবেশন শুরু করবে। এরপর শুরু হবে নেট সেশন।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দু’টি মিস করলেও তামিমের ফিটনেস বা আগের মতো ফেরার বিষয়ে কোন সন্দেহ নেই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের।বিশ্বকাপে তামিমের প্রাপ্যতা নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

সংবাদ মাধ্যমকে বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমি কোন সন্দেহ দেখছি না। তামিম দেশের সেরা ব্যাটসম্যানদের একজন এবং এটা নিয়ে কোন প্রশ্ন নেই। তিনি যখন ফিট হবেন তখনই খেলবেন এবং দলের সাথে থাকবেন। আমরা তার উপর নজর রাখছি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি

অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি

শূন্যের শীর্ষে তামিম ইকবাল

শূন্যের শীর্ষে তামিম ইকবাল

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো