প্রোটিয়াদের প্রথম জয়ে ক্যারিবিয়ানদের টানা দ্বিতীয় হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৭ অক্টোবর ২০২১
প্রোটিয়াদের প্রথম জয়ে ক্যারিবিয়ানদের টানা দ্বিতীয় হার

নিজেদের প্রথম ম্যাচের হোঁচট খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। তাই তো নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনেই সুযোগ ছিল জয়ের ধারায় ফেরার। সে সুযোগ কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকার। বিতর্ককে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে প্রোটিয়া বোলাররা। দুই ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স এবং এভিন লুইস মিলে গড়ে তোলেন ৭৬ রানের জুটি। তবে লেন্ডল সিমন্সের বিরক্তির ব্যাটিংয়ে ম্লান হয়ে যায় তাদের এ জুটি। এভিন লুইস ৩৫ বলে ৫৬ রান করলেও লেন্ডল সিমন্স ৩৫ বলে করেন ১৬ রান।

শেষ পর্যন্ত প্রোটিয়া পেসার এনরিখ নরখের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৩ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এভিন লুইসের ৫৬ রানের পাশাপাশি অধিনায়ক কাইরন পোলার্ড ২০ বলে ২৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস তিনটি এবং কেশব মহারাজ দুইটি করে উইকেট শিকার করেন।   

১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই টেম্বা বাভুমাকে হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়ক ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলেন আরেক ওপেনার রেজা হেন্ডরিক্স।

রেজা এবং রসি ভ্যান ডার ডুসেনের ৫৭ রানের পার্টনারশিপে দলকে সঠিক কক্ষপথে নিয়ে আসেন। দলীয় ৬২ রানে রেজা ফিরে গেলেও ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করাম দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

প্রোটিয়াদের হয়ে ভ্যান ডার ডুসেন ৪৩ এবং মার্করাম ৫১ রান করেন। অপরদিকে ক্যারিবিয়ানদের হয়ে একটি উইকেট শিকার করেন আকিল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১৪৩/৮ (২০ ওভার)
লুইস ৫৬, পোলার্ড ২৬
প্রিটোরিয়াস ১৭/৩, মহারাজ ২৪/২
দক্ষিণ আফ্রিকা : ১৪৪/২ (১৮.২ ওভার)
মার্করাম ৫১*, ভ্যান ডার ডুসেন ৪৩*, রেজা ৩৯
আকিল ২৭/১
ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রশীদ-নবীদেরকে তালেবানের অভিনন্দন

রশীদ-নবীদেরকে তালেবানের অভিনন্দন

আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে এবার নিউজিল্যান্ড

আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে এবার নিউজিল্যান্ড

রশিদ-মুজিবের বোলিংয়ে আফগানদের রেকর্ডগড়া জয়

রশিদ-মুজিবের বোলিংয়ে আফগানদের রেকর্ডগড়া জয়

লিটন কেন বিশ্বকাপ দলে, বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম

লিটন কেন বিশ্বকাপ দলে, বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম