নিগার সুলতানার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ১৬ জনের স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ০৫ নভেম্বর ২০২১
নিগার সুলতানার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ১৬ জনের স্কোয়াড

নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এ স্কোয়াডকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। বাছাই পর্বের আগে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

চলতি বছরের ২১ নভেম্বর থেকে জিম্বাবুয়ের মাটিতে তাদের নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী খেলবে। এ সিরিজ শেষে ৫ ডিসেম্বর থেকে বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকা দলই বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে। এ তিন ম্যাচে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে শুক্রবার (৫ অক্টোবর) ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা।

আগামী ২০২২ সালে মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্ব আসরের পাঁচটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি তিন দেশ বাছাই পর্ব খেলে বিশ্বকাপে অংশ নিবে। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ সহ ১০ দল অংশ নিচ্ছে।

১০ দলকে দুইটি গ্রুপে ভাগ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গ্রুপ ‘বি’ তে খেলবে বাংলাদেশ। এখানে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, থাইলযান্ড, জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্র। দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স খেলবে। সুপার সিক্সের শীর্ষ তিন দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা ও সানজিদা আক্তার।

স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমীম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা

বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়ার সুযোগ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়ার সুযোগ

জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত