প্রোটিয়া সফরে ভারতের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
প্রোটিয়া সফরে ভারতের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড

সব শঙ্কা কাটিয়ে ‘ওমিক্রন’ প্রভাবের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। এ সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। তার সহকারী হিসেবে থাকবেন রোহিত শর্মা।

আগে থেকেই ধারণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরে সহ-অধিনায়কের পদ হারাবেন অজিঙ্কা রাহানে। সে শঙ্কায় সত্যি হয়েছে। ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা।

সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও দলের সাথে দক্ষিণ আফ্রিকা যাবেন অজিঙ্কা রাহানে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে নেই রাহানে।

দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরেছেন ব্যাটার হানুমা বিহারি। চলতি বছর অস্ট্রেলিয়া সিরিজের পর ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি। ইনজুরি থেকে নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন হানুমা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করা শ্রেয়াস আইয়ার দলে জায়গা ধরে রেখেছেন। ইনজুরির কারণে জায়গা পাননি তরুণ অলরাউন্ডার অক্ষর প্যাটেল। একই কারণে বাদ পড়েছেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে যাচ্ছেন ঋষাভ পান্থ। দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক হিসেবে থাকবেন ঋদ্ধিমান সাহা। দুই উইকেটরক্ষক নিয়ে যাওয়ায় জায়গা পাননি কেএস ভরত।

১৮ জনের মূল স্কোয়াডের বাইরে আরও চারজন স্ট্যান্ডবাই ক্রিকেটার নিয়ে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে ভারতীয় দল।

একদিন আগেই ভারত সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা দল। পাঁচ নতুন মুখ নিয়ে স্কোয়াড সাজিয়েছে প্রোটিয়ারা। 

ভারত স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, ঋষাভ পান্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ। 

স্ট্যান্ডবাই
নবদ্বীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার এবং অর্জন নাগাসওয়ালা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, বাংলাদেশ নয়ে

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, বাংলাদেশ নয়ে

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

ভারতের প্রোটিয়া সফরের নতুন সূচি প্রকাশ

ভারতের প্রোটিয়া সফরের নতুন সূচি প্রকাশ

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী