গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

মুম্বাই টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে বিরাট কোহলির দল। এ আনন্দ ভাগাভাগি করে নিতে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের গ্রাউন্ডস ম্যানদের অনুদান দিয়েছে ভারতের ক্রিকেট দল।

মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছে ভারত। ভারতের চাওয়াতেই হয়েছিল স্পিন নির্ভর উইকেট। এতে নিউজিল্যান্ডকে হারাতে একটুও কষ্ট করতে হয়নি। এ কারণেই গ্রাউন্ডস ম্যানদের প্রতি খুশি হয়েছে ভারতীয় দল।

গ্রান্ডসম্যানদের খুশি বাড়িয়ে দিতেই ৩৫ হাজার রুপি অনুদান দিয়েছে ভারতীয় দল। মুম্বাইয়ের উইকেটে ব্যাটার কিংবা বোলারদের জন্য অতিরিক্ত কিছুই ছিল না। তবে চতুর্থ এবং পঞ্চম দিনে উইকেট স্পিনারদের জন্য অতিরিক্ত টার্ন নিয়ে আসবে আগে থেকেই ধারণা ছিল।

এ সুবিধা কাজে লাগিয়েই পঞ্চম দিনের সকালে ম্যাচ নিজেদের করে নিয়েছে ভারত। তাই তো গ্রাউন্ডসম্যানদের এ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।

এর আগে কানপুর টেস্টে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্ট ড্র করেছিল ভারত এবং নিউজিল্যান্ড। ড্র করলেও উত্তেজনায় ভরা ছিল সে টেস্ট। ওই টেস্টে দারুণ স্পোর্টিং উইকেট থাকায় গ্রাউন্ডসম্যানদের সাহায্য করেছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কানপুরের গ্রান্ডসম্যানদের ৩৫ হাজার রুপি উপহার হিসেবে দিয়েছিলেন তিনি।

মুম্বাই টেস্টে কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং দলগত ভাবে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস 


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

ভারতের তরুণ ক্রিকেটারদের দায়িত্বে লক্ষ্মণ

ভারতের তরুণ ক্রিকেটারদের দায়িত্বে লক্ষ্মণ

সফর সংক্ষিপ্ত করে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত

সফর সংক্ষিপ্ত করে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত