স্টোকসের পর এবার ইনজুরিতে ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২১
স্টোকসের পর এবার ইনজুরিতে ওয়ার্নার

অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের পর এবার ইনজুরিতে পড়েছেন অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার। ইনজুরির কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছেন না এ ব্যাটার।

প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় বুকের পাজবে বাজেভাবে আঘাত পান ওয়ার্নার। এ কারণে তাকে বিশ্রামে রেখেছেন অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি টিম অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের আগে ব্রিসবেন টেস্টেই ইনজুরির কবলে পড়েছিলেন বেন স্টোকস। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র নয় ওভার বোলিং করেছিলেন তিনি।

দ্বিতীয় দিন শেষে ইংলিশ বোলিং কোচ জন লুইস জানিয়েছিলেন মেডিকেল বিভাগ তাকে পর্যেবক্ষণে রাখবে। তৃতীয় দিনের শুরুতেই স্টোকসের ইনজুরি নিয়ে বিস্তারিত জানা যাবে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইংল্যান্ড দল।

চলতি ব্রিসবেন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ১৪৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ট্রাভিস হেডের সেঞ্চুরি এবং মার্কাস ল্যাবুশেন ও ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে ৪২৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৫৯ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজের পঞ্চম টেস্ট হবে গোলাপি বলে

অ্যাশেজের পঞ্চম টেস্ট হবে গোলাপি বলে

স্টোকসের টানা চার নো বল, এড়িয়ে গেলেন আম্পায়ার 

স্টোকসের টানা চার নো বল, এড়িয়ে গেলেন আম্পায়ার 

গিফেনের পর কামিন্স, ব্যবধান ১২৭ বছর!

গিফেনের পর কামিন্স, ব্যবধান ১২৭ বছর!

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট