ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

ফাইল ফটো

দুই দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কে দীর্ঘ দিন ধরে দ্বিপাক্ষিক কোন ক্রিকেট সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান দল। আইসিসির ইভেন্ট ছাড়া মাঠে দেখা মেলে না বিরাট কোহলি-বাবর আজমদের। তবে দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ চান পাকিস্তানের দলের ক্রিকেটার ইমাদ ওয়াসিম।

প্রায় এক দশক আগে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক বেড়াজালে পড়ে দুই চিরপ্রতিন্দ্বন্দির দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায়। বিশ্ব ক্রিকেট মঞ্চে আইসিসির ইভেন্ট ছাড়া দুই চিরপ্রতিন্দ্বন্দির লড়াই আর দেখা যায় না।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে ভারত ও পাকিস্তান। আইসিসির ইভেন্টের পাশাপাশি নিয়মিত ভারত-পাকিস্তান লড়াই চান ইমাদ ওয়াসিম। জানান, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে থাকে ক্রিকেটাররা। এমনকি ক্রিকেটপ্রেমিরা অপেক্ষায় থাকে এ দুই চিরপ্রতিন্দ্বন্দির খেলা দেখতে। তাই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়া দরকার।

দেশটির একটি সংবাদ মাধ্যমে ইমাদ ওয়াসিম বলেন, ‘খেলোয়াড় হিসেবে সবাই সর্বোচ্চ পর্যায় ও সেরা দলগুলোর বিপক্ষে সবসময় খেলতে চাইবে। এমন ম্যাচ আমাদের কাছে খুবই স্পেশাল। আমি মনে করি, দু’টি বিশ্বমানের দল হওয়ায় ভারত ও পাকিস্তানের একে অপরের নিয়মিত খেলা হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমি এটিও বুঝি, রাজনৈতিক কারণে দল দু’টির নিয়মিত সিরিজ খেলা হচ্ছে না। এটা দুঃখজনক। কারণ খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট- জাতিকে এক করতে পারে।’

শুধুমাত্র ক্রিকেটের জন্যই নয়, দেশ ও মানবতার জন্য ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া দরকার বলে মনে করেন ওয়াসিম। বলেন, ‘আমি মনে করি, আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয় উচিত। এটা শুধু ক্রিকেট খেলার জন্যই ভালো হবে না, উভয় দেশের এবং মানবতার জন্যও দারুণ হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের এটিই প্রথম জয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব আসরে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

বিশ্ব আসরে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

দুবাইয়ে ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি ভারতে উদ্ধার

দুবাইয়ে ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি ভারতে উদ্ধার

ওয়ানডে নেতৃত্ব হারালেন কোহলি, দায়িত্বে রোহিত শর্মা

ওয়ানডে নেতৃত্ব হারালেন কোহলি, দায়িত্বে রোহিত শর্মা

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত