প্রোটিয়া সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
প্রোটিয়া সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন গুজরাটের ব্যাটার প্রিয়াঙ্ক পঞ্চাল। রোহিত শর্মা ইনজুরিতে পড়ায় কে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। সেখানেই ইনজুরিতে পড়েছেন রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি।

টেস্ট সিরিজে না থাকাটা নিশ্চিত হলেও, ওয়ানডে থাকবেন কিনা সেটা এখনও জানা যায়নি। আরও বিস্তারিত পরীক্ষার নিরীক্ষার পর ওয়ানডে সিরিজের রোহিতের থাকা না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) অনুশীলন করার সময় অস্বস্থি অনুভব করেন ভারতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক। সোমবার (১৩ ডিসেম্বর) পরীক্ষা নিরীক্ষার তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

সোমবার পরীক্ষা নিরীক্ষা শেষে হোটেলে ফেরেননি রোহিত শর্মা। সরাসরি পরিবারের কাছে ফিরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে মুম্বাইয়ে পুরো দলকে কোয়ারেন্টাইনে রেখেছে বিসিসিআই। এছাড়া হোটেলে এখনও যোগ দেননি ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। কবে নাগাদ হোটেলে যোগ দিবেন সে বিষয়েও এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রোহিতের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের সাথে যোগ দিবেন প্রিয়াঙ্ক পঞ্চাল। বর্তমানে ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে আছে প্রিয়াঙ্ক। প্রোটিয়া সফরে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন গুজরাটের এ ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার প্রিয়াঙ্ক পঞ্চাল। এখন পর্যন্ত ১০০ প্রথম শ্রেণির ম্যাচে ৪৫ দশমিক ৫২ গড়ে করেছেন ৭০১১ রান। এ সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ২১ সেঞ্চুরি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোহিতকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন সৌরভ 

রোহিতকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন সৌরভ 

বিসিসিআইয়ের ‘রাজনীতি’ নিয়ে শাস্ত্রীর ক্ষোভ প্রকাশ

বিসিসিআইয়ের ‘রাজনীতি’ নিয়ে শাস্ত্রীর ক্ষোভ প্রকাশ

ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

ভারত-পাকিস্তান নিয়মিত সিরিজ আয়োজনের দাবি

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া