৯ বছর পর আফগানিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
৯ বছর পর আফগানিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

প্রথমবারের মতো ২০১২ সালে আফগানিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। এরপর আর কখনই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি এ দুই দল। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২০২২ এবং ২০২৩ সালে যথাক্রমে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান সফর করবে অজিরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ২০২২ এবং ২০২৩- এ দুই বছরের জন্য নিজেদের ভবিষ্যত সফর পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ সময়ে বাংলাদেশ-ভারত সফরের পাশাপাশি অস্ট্রেলিয়াকে আতিথ্য দিবে আফগানিস্তান।

২০২২ সালের মে-জুনে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। এ সিরিজ দিয়েই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে এ দুই দল। এছাড়াও একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে রশিদ-নবীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আয়োজিত হবে এশিয়া কাপ। এ দুই টুর্নামেন্টের আগে আয়ারল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলবে আফগানিস্তান।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ২০২৩ সালের মার্চ-এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবারও আফগানিস্তান সফর করবে অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত তিনবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। তিনবারই ওয়ানডে ফরম্যাটে লড়েছিল এ দুই দল। ২০১২ সালে আরব আমিরাতের মাঠে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। এরপর ২০১৫ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। তিনবারই হারের মুখ দেখেছিল আফগানিস্তান।

এর আগে চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের টেস্ট খেলার কথা ছিল। তবে তালেবান সরকার নারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় সে সিরিজ স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া

এখন পর্যন্ত নিজেদের ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি আফগানিস্তান। এসিবি তাদের হোম সিরিজগুলো সাধারণত ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে। তবে নতুন বছরের শুরুতে কাতারে নেদারল্যান্ডসকে আতিথ্য দিবে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে কোথায় আতিথ্য সে বিষয়ে এখনও কিছু জানায়নি আফগান ক্রিকেট বোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ এবার কাতার

আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ এবার কাতার

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

নারী ক্রিকেটে ইতিবাচক তালিবান সরকার : আইসিসির সিইও

নারী ক্রিকেটে ইতিবাচক তালিবান সরকার : আইসিসির সিইও