ভারতকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
ভারতকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা

কেপটাউনে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। জোহানেসবার্গে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। একদিন হাতে রেখেই ভারতকে ৭ উইকেটে  হারিয়েছে প্রোটিয়া। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা।

জোহানেসবার্গে তৃতীয় দিনে কাগিসো রাবাদার দূর্দান্ত স্পেলে ম্যাচের দখল নিজেদের দখলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে অলৌকিক কোনো কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকারই ম্যাচ জয়ের কথা ছিল। চতুর্থ দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির প্রভাব। প্রথম দুই সেশনে মাঠে গড়ায়নি কোনো খেলা। 

সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষেই ২ উইকেটে হারিয়ে ১১৮ রান তুলেছিল প্রোটিয়া। চতুর্থ দিনের শুরুতেই বাধা হয়ে দাড়িয়েছিল বৃষ্টি। মাঠে গড়াতে পারেনি প্রথম দুই সেশন।

চা বিরতির পর খেলা শুরু হলে বেশ আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার ডিন এলগার এবং রসি ভ্যান ডার ডুসেন। ৪০ রান করে মোহাম্মদ শামির বলে ফিরে যান ভ্যান ডার ড্যুসেন।

১০ চারে ১৮৮ বলে ৯৬ রানে অপরাজিত ছিলেন এলগার। এদিকে তাকে সঙ্গ দেয়া বাভুমা অপরাজিত ছিলেন ২৩ রানে। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শামি, শার্দুল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিন।

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে প্রোটিয়া পেসারদের বোলিং তোপে মাত্র ২০২ রানে অলআউট হয় ভারত। অপরদিকে শার্দুল ঠাকুরের দারুণ বোলিংয়ে ২২৯ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে থামে ভারতের ইনিংস। এতে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪০ রান। শেষ পর্যন্ত ডিন এলগারের ব্যাটিংয়ে সহজেই এ লক্ষ্য পাড়ি দেয় প্রোটিয়ারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে প্রোটিয়া ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জানসেন 

ভারতের বিপক্ষে প্রোটিয়া ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জানসেন 

ডি ককের অবসরে ‘হতবাক’ ডিন এলগার

ডি ককের অবসরে ‘হতবাক’ ডিন এলগার

সাদা পোশাকে ডি কককে মিস করবে ক্রিকেট : বাটলার

সাদা পোশাকে ডি কককে মিস করবে ক্রিকেট : বাটলার

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল