ভারতের বিপক্ষে প্রোটিয়া ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জানসেন 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ এএম, ০৩ জানুয়ারি ২০২২
ভারতের বিপক্ষে প্রোটিয়া ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জানসেন 

ভারতের ঘরের মাঠে ওয়ানডে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মার্কো জানসেন। এছাড়াও দলে ফিরেছেন টেম্বা বাভুমা, কুইন্টন ডি ককসহ অভিজ্ঞ ক্রিকেটাররা।

রোববার (২ ডিসেম্বর) ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে তরুণ স্কোয়াড খেলালেও এবার অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামছে প্রোটিয়ারা।

ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন পেসার মার্কো জানসেন। এরই ধারাবাহিকতায় ওয়ানডে স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি।

২১ বছর বয়সী এ বাঁহাতি পেসার এখন  পর্যন্ত খেলেছে মোটে ১৩ টি লিস্ট ‘এ’ ম্যাচ। সেখানে ২৮.০৬ গড়ে শিকার করেছেন ১৬ উইকেট।

এদিকে ঘরের মাঠে বাতিল হওয়া নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াডে ছিলেন না টেম্বা বাভুমা, কুইন্টন  ডি ককের মতো তারকা ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে তাদেরকে দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সিনিয়র সব ক্রিকেটার দলে ফিরলেও ইনজুরিমুক্ত না হওয়ায় সহসায় এনরিখ নর্টজের ক্রিকেটে ফেরা হচ্ছে না তার। স্কোয়াডে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ওয়েইন পারনেল। এ বাঁহাতি পেসার দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরেছিলেন।

নেদারল্যান্ডস সিরিজের দল থেকে বাদ পড়েছেন জুনিয়র ডালা, ডারিন ডুপাভিলন, রেজা হেনড্রিকস, রায়ান রিকেলটন এবং খায়া জন্ডো। তবে দলে টিকে গেছেন জুবাইর হামজা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), জুবাইর হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জোহানেসবার্গে ঘুরে দাঁড়াবে প্রোটিয়ারা : হাশিম আমলা

জোহানেসবার্গে ঘুরে দাঁড়াবে প্রোটিয়ারা : হাশিম আমলা

সাদা পোশাকে ডি কককে মিস করবে ক্রিকেট : বাটলার

সাদা পোশাকে ডি কককে মিস করবে ক্রিকেট : বাটলার

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল

টেস্টকে বিদায় বললেন ডি কক

টেস্টকে বিদায় বললেন ডি কক