রাতভর পার্টি করে তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
রাতভর পার্টি করে তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ৪-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। হোবার্টে টেস্ট হারের পর অজিদের অ্যাশেজ জয়ের উৎসবে যোগ দিয়েছিলেন জো রুট এবং জেমস অ্যান্ডারসন। সেখানে মদ্যপ লোকের সাথে থাকায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সোমবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় অজিদের অ্যাশেজ জয়ের উৎসবে নাথান লায়ন, ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারির সাথে যোগ দিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট এবং জেমস অ্যান্ডারসন।

এমনকি পার্টিতে পোশাক পরিবর্তন না করেই চলে গিয়েছিলেন তারা। পার্টিতে টেস্টের পোশাকেই ছিলেন তারা।

হোবার্ট টেস্ট শেষ করেই সেখানে যোগ দিয়েছিলেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেখানে সকাল ছয়টা পর্যন্ত পার্টি করেন তারা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পার্টি থামে।

হোবার্ট পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ‘অনুষ্ঠান আয়োজনের ওই জায়গায় নেশাগ্রস্ত লোকদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাসমানিয়া পুলিশ ক্রাউন প্লাজায় সোমবার সকালে উপস্থিত হয়। অতিথিদের সঙ্গে পুলিশ সকাল ৬টার একটু পর কথা বলে এবং তাদের চলে যেতে বলে, তখনই ওইসব মানুষ সেখান থেকে চলে যায়। পুলিশ আর কোনো ব্যবস্থা নেবে না।’

পুরো ঘটনার সময় শুধু জো রুট এবং জেমস অ্যান্ডারসন ছিলেন না। তাদের সাথে ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্পও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আরও ধারণা করা হচ্ছে, ভিডিওটি তিনিই করেছেন।

ভিডিও করার সময় ক্যামেরার পিছন থেকে বলা হচ্ছিলো, ‘এখানে নাথান লায়ন, রুট, ক্যারি ও অ্যান্ডারসন আছেন। ভিডিওটি কেবল আইনজীবীর জন্য করা হচ্ছে।’

এ ঘটনার পর সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ইসিবি। শুধু তাই নয়, ঘটনাটি তদন্ত করা হবেও বলে জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর এভাবে পার্টি করায় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে ইংল্যান্ড দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শব্দ দূষণ, অ্যাশেজ পরবর্তী পার্টিতে পুলিশের বাধা

শব্দ দূষণ, অ্যাশেজ পরবর্তী পার্টিতে পুলিশের বাধা

ল্যাঙ্গারকেই অস্ট্রেলিয়ার কোচের পদে চান পন্টিং

ল্যাঙ্গারকেই অস্ট্রেলিয়ার কোচের পদে চান পন্টিং

খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

কোচ হিসাবে রুটের পছন্দ সিলভারউড

কোচ হিসাবে রুটের পছন্দ সিলভারউড