নারী বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
নারী বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে করোনার হানা

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে অংশ নেওয়ার উদ্দেশে বৃহস্পতিবার ৯৩ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়বে দল। তবে নিগার সুলতানা জ্যোতির দলকে দুই ধাপে নিউজিল্যান্ডে যেতে। দলের তিন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বিসিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ নারী দলের এক ক্রিকেটার এবং দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছে। তাদেরকে ছাড়াই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে আটদিনের আইসোলেশনে থাকতে হবে।

করোনাভাইরাস মহামারির কারণে নিউজিল্যান্ডে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিউজিল্যান্ডে প্রবেশের আগে বাংলাদেশ দলের সদস্যদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। এছাড়াও সেখানে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য বেশ আগেই নিউজিল্যান্ডের বিমান ধরেছে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এছাড়াও বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত হবে দুইটি প্রস্তুতি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল ইসলাম চৌধুরি নাদেল।

চলতি বছরে ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানা বাহিনী। প্রথম ম্যাচের ডানেডিন।

বিশ্বকাপে বাংলাদেশ দল সূচি

৫ মার্চ- দক্ষিণ আফ্রিকা
৭ মার্চ- নিউজিল্যান্ড
১৪ মার্চ- ওয়েস্ট ইন্ডিজ
২২ মার্চ- ভারত
২৫ মার্চ- অস্ট্রেলিয়া
২৭ মার্চ- ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন নুজহাত তাসনিয়া

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন নুজহাত তাসনিয়া

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান