নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের নতুন হেড কোচ বেন সাওয়ের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ জুন ২০২২
নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের নতুন হেড কোচ বেন সাওয়ের

দুই বছরের চুক্তিতে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন বেন সাওয়ার। বার্মিংহাম কমনওয়েলথ গেমস দিয়ে নিউজিল্যান্ড দলের সাথে কাজ শুরু করবেন তিনি। এর আগে অস্ট্রেলিয়া নারী দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন সাওয়ের।

সর্বশেষ দুই সপ্তাহে নিউজিল্যান্ডের নারী দলের জন্য ছিল বেশ বিতর্কিত সময়। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন সেরা তারকা অ্যামি স্যাটারওয়েট। এমন টালমাটাল অবস্থায় দলের দায়িত্ব নিলেন সাওয়ের।

নিউজিল্যান্ড নারী দলের দায়িত্ব নেওয়ার আগে দ্য হানড্রেডে বার্মিংহাম ফোনিক্স ও নারী বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাথে কাজ করার কথা ছিল তার। নিউজিল্যান্ডের নারীদের দায়িত্ব নেওয়ায় সেই সফরে যাননি সাওয়ের।

নিউজিল্যান্ডের দায়িত্ব নিয়ে সাওয়ের বলেন, “আমি দায়িত্ব নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সামর্থ্যের সবটুকু নিয়ে নিউজিল্যান্ডের নারীদের সাথে কাজ করতে মুখিয়ে আছি।”

বিশ্বকাপ জিতিয়ে অস্ট্রেলিয়া নারী দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাথু মট। ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। এবার বেন সাওয়েরও দায়িত্ব ছেড়ে দিলেন।

নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। সেমি-ফাইনাল থেকেই বাদ পড়েছে তাসমানের পাড়ের দেশটি। কমনওয়েলথ গেমস দিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে দেশটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং