কথাটা ভালো লাগলো না : তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০
কথাটা ভালো লাগলো না : তাইজুল

ফাইল ছবি

টাইগাররে টেস্ট দলের নিয়মিত খেলোয়াড় স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট দলেও আছেন তিনি।আসন্ন এ টেস্টকে ঘিরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন এ টাইগার স্পিনার। সেখানেই এক প্রশ্নে জবাবে বিরক্ত প্রকাশ করেন তাইজুল ইসলাম। বলেন, ‘আসলে আমার এ কথাটা ভালো লাগলো না।’

কথা বলা সময় সাংবাদিকদের প্রশ্নটা ছিল এমন- জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হলে আপনার নাম বেশি উচ্চারিত হয়...., উত্তরে তাইজুল বলেন, ‘আসলে আমার এ কথাটা ভালো লাগলো না। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষেই যে শুধু উইকেট পেয়েছি এমন তো না। আরও অনেক দলের সঙ্গেই খেলেছি। আমি এর আগেও বলেছি যে, আপনি যাদের সঙ্গেই খেলেন ভালো জায়গায় বল না করলে হয় না। আর ওরা যে একেবারে খারাপ দল এমনটা তো না। ভালো জায়গায় যখন বল করব না তখন খারাপ হবে, আবার যখন ভালো জায়গায় বল করব তখন অনেক সুযোগ আসবে, উইকেটের সুযোগ আসবে বা দলের জন্য ভালো হবে।’

২০১৮ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হারের বিষয়ে তিনি বলেন, ‘আমি এটাকে দুর্ঘটনা বলবো না। দুর্ঘটনা আলাদা জিনিস। আমরা আসলে খারাপ খেলেছি তাই হেরেছি। এরপরের ম্যাচে হয়তো আমরা ভালো খেলেছি তাই জিতেছি। এখানে দুর্ঘটনার কিছু নেই। ক্রিকেটে ভালো খেলতে হবে। ভালো না খেললে হারাটাই স্বাভাবিক।’

বাংলাদেশ শেষ ছয় টেস্টে হেরেছে, এর মধ্যে টাইগার দলে অলরাউন্ডার সাকিব আল হাসান নেই। এ বিষয়ে তাইজুল বলেন, ‘এখন যারা স্পিনার আছে তারা ভালো নয়, সাকিব ভাইয়ের মতো নয়, এটাই সত্যি। সাকিব ভাই থাকলে যেহেতু ভালো হতো... এটাই উত্তর আমার কাছে।’

তিনি আরও বলেন, ‘সাকিবের মানের খেলোয়াড় আসতে হবে। এখন সেই মানের খেলোয়াড় নেই। সেই মানের স্পিনার নেই। এ কারণে পেসার নেওয়া হয়েছে কি না জানি না। পেসার আছে, কিংবা স্পিনারও দু’জন গিয়েছিল, পাকিস্তানেও গিয়েছিল, আমিও খেলেছি। আমি যেটা বললাম যে, ওই মানের স্পিনার এখনও আসেনি, সেই কারণে ফলাফলটি এমন হচ্ছে।’

বাংলাদেশের ক্রিকেটের জন্য জয় প্রয়োজন কি না? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই জেতাটা প্রয়োজন। সেটা জিম্বাবুয়ে হোক কিংবা অন্য দল হোক। এখন জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন জিতলে হয়তো বা আমাদের আত্মবিশ্বাসের লেভেলটা হাই হবে এবং সেটা আমাদের দলের জন্য বেশ ভালো হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবহীন টাইগার স্পিনেও জিম্বাবুয়ের ভয়

সাকিবহীন টাইগার স্পিনেও জিম্বাবুয়ের ভয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

বাংলাদেশে বিপক্ষে জিম্বাবুয়ের লক্ষ্য জয় : আরভিন

বাংলাদেশে বিপক্ষে জিম্বাবুয়ের লক্ষ্য জয় : আরভিন

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ‘মুম্বাইয়ের’ প্যাটেল

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ‘মুম্বাইয়ের’ প্যাটেল