কোহলির রান তাড়ায় মুশফিকরাও সাহায্য করেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ১৯ মে ২০২০
কোহলির রান তাড়ায় মুশফিকরাও সাহায্য করেন

কোহলির ভাষ্যমতে, উইকেটের পেছন থেকে স্লেজিং করেন মুশফিকরা

ভারতের অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেট বিশ্বে সেরা ব্যাটসম্যান ছাড়াও রান তাড়ায় অন্য যে কারো চেয়ে অনন্য। এর কারণ, ছোটবেলা থেকেই নিজের মধ্যে রান তাড়া করে জয়ের বিশ্বাসটা তৈরি করেছেন তিনি। তবে একটা মজার তথ্যও দিয়েছেন কোহলি। বলেন, মুশফিকুর রহিমও রান তাড়ায় তাকে প্রেরণা জোগান!

সোমবার (১৮ মে) রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। তাদের পুরো আলাপচারিতায় শুধু ক্রিকেটই ছিল। এছাড়া সংক্ষিপ্ত আলাপচারিতায় তামিমও চেয়েছেন ক্রিকেট নিয়েই থাকতে।

কোহলির রান তাড়া করা নিয়ে তামিমেরেএক প্রশ্নে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘মানসিক প্রস্তুতিটা খুবই সহজ। মাঝে মধ্যে তো মুশফিকরাও (মুশফিকুর রহিম) স্ট্যাম্পের পেছনে থেকে কিছু বলে সহায়তা করে। আমি আরও উজ্জীবিত হয়ে যাই।’ অর্থাৎ উইকেটের পেছন থেকে উইকেটরক্ষকদের করা স্লেজিং কোহলিকে অনুপ্রাণিত করে।

মজা করার পর সিরিয়াসভাবে কোহলি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি এই মানসিকতা গড়ে নিয়েছি। তরুণদেরও বলি, এই বিশ্বাস রাখতে যে- আমি পারব। ছোটবেলায় যখন টিভিতে ম্যাচ দেখতাম, তখন ভারত যদি রান তাড়া করতে গিয়ে কোনো ম্যাচ হারত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে, আমি থাকলে ঠিকই জিতে ফিরতাম। রাতে এই বিশ্বাস নিয়েই ঘুমাতে যেতাম। সত্যি বলছি একদম ছোটবেলা থেকেই এ স্বপ্ন দেখতাম।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট

মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট

ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত