থুতুর বিকল্প পেতে আশাবাদী টাইগার বোলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ০২ জুন ২০২০
থুতুর বিকল্প পেতে আশাবাদী টাইগার বোলাররা

প্রাণঘাতি করোনাভাইরাসের ঝুঁকি হ্রাসে এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু পরিবর্তন আনছে আইসিসি। একই কারণে বলের উজ্জ্বলতা ধরে রাখতে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে আইসিসির ক্রিকেট কমিটি। সিদ্ধান্তটি কার্যকর হলে নতুন উপায় খুঁজে বের করতে হবে বলে বলছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ও বোলাররা।

থুতুর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ বিস্তারে অত্যন্ত ঝুঁকির বিষয়ে আইসিসির মেডিকেল উপদেষ্টা কমিটির চিকিৎসক পিটার হারকোর্টের কাছ থেকে বিস্তারিত শুনে আইসিসি ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলে ক্রিকেট বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিতে সম্মত হয়েছেন।

কমিটি তাদের মেডিকেল পরামর্শে বলেছে, ঘামের মাধ্যমে সংক্রমন হওয়ার সম্ভাবনা নেই এবং ঘাম দিয়ে বল পোলিশ করার ব্যবহার নিষিদ্ধ করার দরকারও নেই। তবে নিরাপদ স্বাস্থ্যকর পদক্ষেপের সুপারিশগুলো খেলার মাঠে ও তার আশেপাশে বাস্তবায়িত করা হবে।

বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান কোচ সারওয়ার ইমরান এ বিষয়ে বলেছেন, বলের উজ্জ্বল্য বাড়াতে ঘামের ব্যবহার কার্যকর হতে পারে, তবে বিশ্বের অনেক বোলারই আবার এতে কোন কার্যকারিতা দেখেন না।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) ইমরান বলেন, ‘আমার খেলোয়াড়ি জীবনে, আমি বলের এক পাশ উজ্জ্বল রাখতে কখনো থুতু ব্যবহার করিনি। তবে আমি বলটি আমার ট্রাউজারে ঘষতাম।’

২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করা ইমরান বলেন, ‘ঘাম উপকারি হতে পারে। যদিও আধুনিক সময়ে, বোলাররা থুথু ব্যবহার করে। তবে আমাদের সময়ে এটি ব্যবহারের কথা ভাবিনি। তখন বোলাররা ঘাম ব্যবহার করতো। হ্যাঁ, যে দেশে গ্রীষ্মের মৌসুম স্বল্প মেয়াদের, সেখানে বোলাররা ঘামের অভিজ্ঞতা পান না। তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বোলাররা কখনো ঘাম ব্যবহারের চিন্তা করেন না।’

পেস বোলার হিসেবে খেলা ইমরান মনে করেন, থুতু ব্যবহার নিষিদ্ধ হলে বোলাররা লড়াই করার জন্য অবশ্যই কোন উপায় খুঁজে পাবে। বলেন, ‘বোলাররা অবশ্যই নতুন কোন উপায় বের করবে। বিশ্বে পরিবের্তন হয়েছে, সুতরাং ক্রিকেটেও হবে।’

ব্যাটসম্যান-বোলারদের যুদ্ধের জন্য সুইং ও রির্ভাস সুইং অনেক বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটে থুতু ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশিরভাগ বোলারই স্লোয়ার ডেলিভারি বা কাটারের উপর নির্ভর করে। ইর্য়রকারে বলে এক পাশের উজ্জ্বলতার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।

ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, থুুতু ব্যবহার করে বল যতটা উজ্জ্বল করা যায়, ঘামে তা করা যায় না।

তিনি বলেন, ‘আমি মনে করি বল উজ্জ্বল করার জন্য থুতুই সর্বোত্তম পন্থা। তবে হ্যাঁ, আপনি ঘাম ব্যবহারের কথা বলতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এতে বল ভারি হয়ে যেতে পারে।’

লঙ্গার ভার্সনের বাংলাদেশ দলের নিয়মিত পেসার এবাদত হোসেনের মতে, থুতু ব্যবহার না করে টেস্ট ক্রিকেটে টিকে থাকা কঠিন হবে। তিনি বলেন, ‘থুতু ছাড়া টেস্ট ক্রিকেটে টিকে থাকা কঠিন হবে। তবে আইসিসি যদি এটি নিষিদ্ধ করে, তবে আমাদের টিকে থাকতে হলে নতুন উপায় খুঁজে বের করতে হবে। নতুন পদ্ধতিতে বল উজ্জ্বল করা বিষয়টি অভ্যাসে পরিণত করতে হবে।’

বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও বল উজ্জ্বল করার বিকল্প পদ্ধতি হিসেবে নতুন উপায় সন্ধানের উপর জোর দিয়েছেন। বলেন, ‘ক্রিকেটে খেলার ধরন ও নীতি বার বার পরিবর্তন হচ্ছে। এটিও অন্য একটি পরিবর্তন, তাই এটির জন্য আমাদের অভ্যাস থাকতে হবে। আমি মনে করি, বোলারদের টিকে থাকার জন্য একটি বিকল্প উপায় উদঘাটিত হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লালা ছাড়া বলের সুইং ধরে রাখার খোঁজে টাইগার পেসাররা

লালা ছাড়া বলের সুইং ধরে রাখার খোঁজে টাইগার পেসাররা

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

৫০ শতাংশ বেতন কমালো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

৫০ শতাংশ বেতন কমালো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে