হ্যাটট্টিক সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২১
হ্যাটট্টিক সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচের আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা, ছবি : বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা তৃতীয়বারের মতো সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শুক্রবার (২২ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

হোম কন্ডিশনের সুবিধায় দ্বিতীয় ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে আছে তারা। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডে জিতলে টানা তৃতীয় ও পঞ্চমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সাতটি ম্যাচ জয়ের স্বাদ নেবে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও কেনিয়া ছাড়া অন্য কোন দলের বিপক্ষে এতো বেশি টানা ম্যাচ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি টাইগার ক্রিকেটাররা।

২০০৯ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। বোর্ডের সাথে আর্থিক সমস্যা নিয়ে ঝামেলা থাকায় ওই সিরিজে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির খেলোয়াড়রা। তাই দুর্বল দল হয়ে সিরিজ হারে ক্যারিবীয়রা। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

এরপর ২০১২ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়।

২০১৮ সালে দু’বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং দেশের মাটিতে সিরিজ দু’টি জিতে টাইগাররা। তিন ম্যাচের দু’টি সিরিজই ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। এ তিনটি সিরিজেই খেলেছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ওয়ানডে ইতিহাসে ৭৩ সিরিজে ২৬তম বারের মতো সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর মধ্যে ৪৪টি সিরিজে হার ও চারটিতে ড্র করেছে টাইগাররা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের নতুন যাত্রায় সঙ্গী হাসান মাহমুদ

তামিমের নতুন যাত্রায় সঙ্গী হাসান মাহমুদ

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

প্রিয় দল ও তামিমের জন্য মাশরাফির শুভকামনা

প্রিয় দল ও তামিমের জন্য মাশরাফির শুভকামনা

আক্রমণাত্মক সম্ভব ছিল না, তামিমের কণ্ঠে সকলের প্রশংসা

আক্রমণাত্মক সম্ভব ছিল না, তামিমের কণ্ঠে সকলের প্রশংসা