যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ২৬ মে ২০২১
যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

২০২৩ বিশ্বকাপে খেলতে হলে আইসিসি সুপার লিগের বাধা অতিক্রম করতে হবে। বিশ্বকাপের বাছাই পর্ব এড়িয়ে সরাসরি খেলতে হবে আইসিসি সুপার লিগে আট নম্বরের মধ্যে থাকতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে টানা দুই ম্যাচে জয় তুলে সেখানেই শীর্ষে উঠেছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করেছে বাংলাদেশ। এ সিরিজ জয়েই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তামিম-মুশফিকরা। জয়ের এ ম্যাচে ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টমবারের মতো শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম।
sportsmail24
শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজ জয়ে বাংলাদেশ এখন সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে। সুপার লিগের অন্তর্ভুক্ত ৮ ম্যাচের মধ্যে ৫ জয় ও ৩ হারে ৫০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। যেখানে সমান ৪০ করে পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ডে-পাকিস্তান-অস্ট্রেলিয়াও বাংলাদেশের পেছনে পড়েছে। ইংল্যান্ডে ৯ ম্যাচ এবং পাকিস্তান-অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৬টি ম্যাচে অংশ নিয়েছে।

এছাড়া ৩০ করে পয়েন্ট করে নিয়ে ৫, ৬ ও ৭ নম্বরে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে নিউজিল্যান্ড ও আফগানিস্তান তিন ম্যাচ করে খেললেও ৬টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

৬ ম্যাচ খেলেও ৮ নম্বরে থাকা ভারতের সংগ্রহে রয়েছে ২৯ পয়েন্ট। ৯ ও ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের পয়েন্ট ১০ করে। ১১ এবং ১২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহে ৯ এবং বাংলাদেশের কাছে সিরিজ খোয়ানো শ্রীলঙ্কার রয়েছে নেগেটিভ পয়েন্টে, -২।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান