করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত ক্রীড়াঙ্গন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মাঠে ফিরছে ক্রিকেট, ফেরানো হচ্ছে দর্শক। ইতিমধ্যেই অনেক দেশ স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের গ্যালারিতে প্রবেশের অনুমতি দিচ্ছে। এবার ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে সেই পথে হাঁটছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইসিবি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ইতিমধ্যেই সেখানে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। ইসিবির সিদ্ধান্ত অনুযায়ী, সিরিজের তৃতীয় ওয়ানডেতে ধারণ ক্ষমতার ৮০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। ইংল্যান্ডের এজবাস্টনে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।
সম্প্রতি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ৭০ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল ইসিবি। সফল ভাবে সে আয়োজন শেষ করতে পারায় এবার আরও কিছু দর্শক বাড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও এজবাস্টন ভেন্যুতে দর্শক রাখছে ইসিবি।
ওয়ার্কশায়ার ক্রিকেটের নির্বাহী পরিচালক স্টুয়ার্ট কেইন বলেন, 'ওয়েস্ট মিডল্যান্ডের ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর যে তারা ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের ম্যাচ এজবাস্টনে দেখতে পারবে।' সিরিজের প্রথম ওয়ানডে ৮ জুলাই, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ১০ জুলাই এবং সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।
ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, হাসান আলি, ইমাম উল হক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহাইল, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও উসমান কাদির।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]