হৃদয়ের সেঞ্চুরির রেকর্ড, সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ নভেম্বর ২০১৯
হৃদয়ের সেঞ্চুরির রেকর্ড, সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েই চলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ডান-হাতি ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। সফররত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন হৃদয়। তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।

পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশ।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ব্যাট করার সুযোগ পাননি ১৮ বছর বয়সী হৃদয়। তবে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৮২ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ১২৩ রান করেন হৃদয়। আর আজ (রোববার) ১১৫ রানের নান্দনিক ইনিংস খেলেন বগুড়ার এ তরুণ ব্যাটসম্যান। টানা দু’সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েন হৃদয়।

হৃদয়ের রেকর্ড গড়া ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৭ উইকেটে ২৬০ রান করে লঙ্কানরা। দলের পক্ষে কোন ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান করেন সোনাল দিনুশা। বাংলাদেশের পক্ষে তানজীম হাসান সাকিব ৫৪ রানে ৩ উইকেট নেন।

জবাবে হৃদয়ের ১১৫ ও অধিনায়ক আকবর আলীর অপরাজিত ৬৬ রানে ১৬ বল বাকি রেখে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন হৃদয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোচের কথায় সায় দিলেন বিসিবি সভাপতি

কোচের কথায় সায় দিলেন বিসিবি সভাপতি

উন্মোচিত হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো

উন্মোচিত হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো

সৌম্য-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারালো বাংলাদেশ

সৌম্য-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারালো বাংলাদেশ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ