কোহলির সেঞ্চুরি, শেষ ম্যাচেও ভারতের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
কোহলির সেঞ্চুরি, শেষ ম্যাচেও ভারতের জয়

অধিনায়ক কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও জয় তুলে নিলো ভারত। ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ বল বাকি রেখেই ৮ উইকেটে জয় তুলে নিয়েছে কোহলির টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করেছিল ভারত। এর সেই বাকি ম্যাচেও জয় তুলে নিল কোহলিরা। দক্ষিণ আফ্রিকার দেয়া ২০৪ রানের জবাবে ৩২ ওভার ১ বলেই ২০৬ রান করেছে ভারত। ফলে ছয় ম্যাচের ওয়ানডে ৫-১ এ সিরিজ শেষ করলো টিম ইন্ডিয়া।

এদিক ছয় ম্যাচ সিরিজে তৃতীয় সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। শার্দুল ঠাকুরের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের কম রানে আটকে রেখে সহজেই জয় তুলে নিলো ভারত। এ জয়ে ৫-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে কোহলিরা।

টস হেরে প্রতমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ঠাকুরের ছোবলে ৪৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। এরপরই নিজেদের সেরা জুটি পায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে খায়া ঝন্ডোর সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের ৬২ রানের জুটিতে তিন অঙ্কে যায় দলটির সংগ্রহ। উইকেটে জমে যাওয়া ডি ভিলিয়ার্সকে বোল্ড করে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন যুজবেন্দ্র চেহেল।

৯৯ রানে দক্ষিণ আফ্রিকা শেষ ৮ উইকেট হারায়। যার শুরু ডি ভিলিয়ার্সের উইকেট দিয়ে। মন্থর ব্যাটিংয়ে ২২ রান করে ফিরেন হাইনরিখ ক্লাসেন। পঞ্চাশ ছুঁয়ে বিদায় নেন ঝন্ডো। তিনি লেগ স্পিনার চেহেলের দ্বিতীয় শিকার। শেষের দিকে মর্কেলের ২০ আর আন্দিলে ফেলুকওয়ায়োর ৩৪ রানে দুইশ ছাড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

অন্যদিকে অধিনায়ক দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে নিয়ে কোহলি গড়েন ৬১ রানের জুটি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ১২৬ রানের জুটিতে অধিনায়ক দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৩৬ বলে পঞ্চাশ ছোঁয়া কোহলি ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি তুলে নেন ৮২ বলে।

৯৬ বলে ১৯টি চার ও দুটি ছক্কায় অপরাজিত কোহলি করেন ১২৯ রান। সিরিজের প্রথম ম্যাচে ১১২, তৃতীয় ম্যাচে অপরাজিত ১৬০ এবং আজ ষষ্ঠ ম্যাচেও করলেন সেঞ্চুরি।

এ রানে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ডি ভিলিয়ার্সকে (৯৫৭৭) ছাড়িয়ে গেছেন কোহলি (৯৫৮৪)। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেয়া এ টপ অর্ডার ব্যাটসম্যান পেয়েছে সিরিজ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৪৬.৫ ওভারে ২০৪ (মারক্রাম ২৪, ডি ভিলিয়ার্স ৩০, ঝন্ডো ৫৪, ক্লাসেন ২২, ফেলুকওয়ায়ো ৩৪; ঠাকুর ৪/৫২, বুমরাহ ২/২৪, চেহেল ২/৩৮)

ভারত : ৩২.১ ওভারে ২০৬/২ (ধাওয়ান ১৮, রোহিত ১৫, কোহলি ১২৯*, রাহানে ৩৪*; নগিডি ২/৫৪, ফেলুকওয়ায়ো ০/২৭, তাহির ০/৪২)

ফল : ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ : ৬ ম্যাচের সিরিজ ৫-১ ব্যবধানে জিতল ভারত

ম্যান অব দ্য ম্যাচ : বিরাট কোহলি
ম্যান অব দ্য সিরিজ : বিরাট কোহলি।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও শীর্ষে ভারত

আবারও শীর্ষে ভারত

দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা, নেই সাকিব

দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা, নেই সাকিব

বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার অবিস্মরণীয় জয়

বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার অবিস্মরণীয় জয়

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ