হারের ম্যাচে জরিমানা, পয়েন্টও হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২০
হারের ম্যাচে জরিমানা, পয়েন্টও হারালো অস্ট্রেলিয়া

মেলবোর্ন টেস্টে ভারতের কাছে ৮ উইকেটে হারের পর দুঃসংবাদ শুনতে হলো অস্ট্রেলিয়াকে। স্লো-ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্টও কাটা হয়েছে স্বাগতিকদের।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন, মেলবোর্ন টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া দল।

আইসিসির নিয়মনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য সেই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে প্রতি এক ওভারের জন্য দুই পয়েন্ট কাটা হয়।

ফলে নিয়মনুযায়ী অস্ট্রেলিয়া দলকে ম্যাচ ফি’র ৪০ ভাগ জরিমানা করা হয়েছে। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ৪টি পয়েন্টও কেটে নেওয়া হয়েছে অসিদের।

অস্ট্রেলিয়া দলকে এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পাইনের দলকে দেওয়া শাস্তি মেনে নেওয়ায় নতুন করে কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

পয়েন্ট কমে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩২২-এ। আর শতকরা পয়েন্ট কমে হয়েছে ০ দশমিক ৭৬৬।

ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় টেস্ট হেরে যাওয়ায় চার ম্যাচের সিরিজে ১-১ সমতায় রয়েছে অসিরা। ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে দু’দলের তৃতীয় টেস্ট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, ইনিংস ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, ইনিংস ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা

অভিষেকেই সিরাজের রেকর্ড, নজর কাড়লেন শুভমানও

অভিষেকেই সিরাজের রেকর্ড, নজর কাড়লেন শুভমানও

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো ভারত

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো ভারত

দশক সেরা কোহলি, টেস্টে স্মিথ এবং স্পিরিট অব ক্রিকেট ধোনি

দশক সেরা কোহলি, টেস্টে স্মিথ এবং স্পিরিট অব ক্রিকেট ধোনি