টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৫ মে ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

টেস্ট ক্রিকেটের জৌলুশ ফিরিয়ে আনতে প্রতি দুই বছরের চক্রে ২০১৯ সালে টেস্ট চ্যাম্পিয়নশীপ চালু করে আইসিসি। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৯ দল নিয়ে শুরু হয় এই টেস্ট চ্যাম্পিয়নশীপে। সব দল প্রতিদ্বন্দ্বীতা মূলক খেলা উপহার দিতে না পারলেও কিছু ম্যাচ বেশ উত্তেজনার সৃষ্টি করেছিলো। এর মাধ্যমে কিছুটা হলেও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের সেই সৌন্দর্য।

আগামী ১৮ জুন শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা কার হাতে উঠবে সেটা সময়ই বলে দিবে। এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজটি ছিলো এইবারের টেস্ট চ্যাম্পিয়নশীপের শেষ সিরিজ। এই সিরিজ শেষ হওয়া মাত্রই বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন টেস্ট চ্যাম্পিয়নশীপের সেরা একাদশ নির্বাচন করেছে। সেখানে জায়গা হয়নি কোনো বাংলাদেশী ক্রিকেটারের।

একাদশে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- রোহিত শর্মা, দিমুথ করুনারত্নে, মার্নাস ল্যাবুশ্যানে, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বেন স্টোকস, ঋষাভ পান্ত (উইকেট রক্ষক), কাইল জেমিসন, রবিচন্দন অশ্বিন, প্যাট ক্যামিন্স, স্টুয়ার্ট ব্রড।

এছাড়াও এই দলে সুযোগ পাওয়ার দৌড়ে ছিলেন আরো কয়েকজন ক্রিকেটার। তারা হলেন, টিম সাউদি, জশ হ্যাজলেউড, জো রুট, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডের রাজা নিউজিল্যান্ড

ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডের রাজা নিউজিল্যান্ড

ফিটনেস কোচকে দিয়ে নতুন উদ্যোগ বাফুফের

ফিটনেস কোচকে দিয়ে নতুন উদ্যোগ বাফুফের

আইপিএল বন্ধ করতে আদালতে আবেদন

আইপিএল বন্ধ করতে আদালতে আবেদন

৭ মে'র আগে শুরু হচ্ছে না আইপিএল, সব ম্যাচ মুম্বাইয়ে!

৭ মে'র আগে শুরু হচ্ছে না আইপিএল, সব ম্যাচ মুম্বাইয়ে!