যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ০৯ জুন ২০২১
যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

আর কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার সেই ফাইনাল নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ ভারতকে এগিয়ে রাখছেন তো কেউ নিউজিল্যান্ডকে। সেখানে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের দৃষ্টিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিছিয়ে থাকবে ভারত।  

ফাইনালে অংশ নিতে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছেছে ভারত দল। তবে সেখানে পৌঁছে তারা থাকছেন কোয়ারেন্টাইনে। যেখানে কিউই ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে।

যুবরাজ সিং জানান, ফাইনালে ভারত কিছুটা পিছিয়েই থাকবে। তার কারণ হিসেবে তিনি মনে করেন, সেখানকার আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া ফাইনাল ম্যাচটি এক ম্যাচের না হয়ে ৩ ম্যাচের সিরিজ হলে সেটি আরও ভালো হতো।

যুবরাজ সিং বলেন, 'এক ম্যাচের ফাইনালে মানে এক সেশন খারাপ খেললেই ম্যাচটি হাতছাড়া হয়ে যাওয়া। তাছাড়া নিউজিল্যান্ড খেলার মধ্যেই আছে। তারা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে ফাইনালে নামবে। ফলে তারা কিছুটা এগিয়েই থাকবে।'

যুবরাজ সিং মনে করেন, যতই অনুশীলন করা হউক না কেন, ম্যাচ খেলার বিকল্প নেই। নিউজিল্যান্ড যেখানে ম্যাচ খেলে মাঠে নামবে সেখানে ভারতকে শুধুই অনুশীলন করে ম্যাচ খেলতে হবে। আর এ জায়গায়ই ভারত পিছিয়ে থাকবে। 

এ প্রসঙ্গে যুবরাজ সিং বলেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলে মাঠে নামবে নিউজিল্যান্ড। আবহাওয়ার সাথে, পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার সময় পেয়ে গেছেন তাদের ক্রিকেটাররা। ভারত হয়তো ৮-১০টি প্র্যাকটিস সেশন পাবে। তবে ম্যাচ অনুশীলনের বিকল্প নেই।'

যুবরাজ সিং আরও মনে করেন, নিউজিল্যান্ডের চেয়ে ভারতের ব্যাটিং লাইনআপ বেশ ভালো, তবে বোলিংয়ে নিউজিল্যান্ডই শক্তিশালী। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত

পিএসএলে নিজের লক্ষ্যের কথা জানালো আফ্রিদি

পিএসএলে নিজের লক্ষ্যের কথা জানালো আফ্রিদি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকছেন না মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকছেন না মুশফিক

সোহান ঝড়ে উড়ে গেল মোহামেডান

সোহান ঝড়ে উড়ে গেল মোহামেডান