দুর্দান্ত প্রতিরোধ গড়ে প্রথম সেশনে অক্ষত বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৭ মে ২০২২
দুর্দান্ত প্রতিরোধ গড়ে প্রথম সেশনে অক্ষত বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতেই নিজের অর্ধশতক তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। নিজের ইনিংসের ৭৩তম বলে ক্যারিয়ারের ৩২তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। প্রথম সেশনের শেষদিকে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তামিমের ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান জয়ও। এই দুই জনের ব্যাটে ভর করে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ। 

চট্টগ্রামে স্কোরবোর্ডে ১৯ ওভারে ৭৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ মে) তৃতীয় দিনের শুরু থেকে তাই লঙ্কান বোলারদের দেখেশুনে খেলা শুরু করেন দুই টাইগার ওপেনার। দিনের শুরুতে তামিম কিছুটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালালেও জয় ছিলেন নিজের স্বাভাবিক ব্যাটিংয়ে অবিচল ছিলেন।

ইনিংসের ২৪তম ওভারে দলগত ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ৬১ ইনিংস পর শতরানের উদ্বোধনী জুটি গড়েন মাহমুদুল হাসান জয় এবং তামিম ইকবাল। এর আগে ২০১৭ সালে সৌম্য সরকারকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ১১৮ রানের জুটি গড়েন তামিম ইকবাল। এরপরে দীর্ঘ পাঁচ বছর পর আবারও শতরানের উদ্বোধনী জুটির দেখা পেয়েছে টাইগাররা।

দিনের শুরুতেই অর্ধশতক তুলে নেওয়া তামিমের পর সেই পথেই হাঁটেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের ৩৭তম ওভারে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। ৩৯তম ওভারে ফিরে যেতে পারতেন মাহমুদুল হাসান জয়। কিন্তু ফাইন লেগে অঞ্চলে লাসিথ এম্বুলদেনিয়ার হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। তবে বলকে তালুবন্দি করতে পারেননি এই লঙ্কান ক্রিকেটার।

জীবন পেয়ে আরো সাবধানী হয়ে উঠেন মাহমুদুল হাসান জয়। শেষ পর্যন্ত প্রথম সেশনের নিজেদের ডেরা অক্ষত রাখতে পেরেছে বাংলাদেশ। প্রথম সেশনে ২৮ ওভারে ৮১ রান তুলেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অনেক দিন পর টেস্টে সাকিবের বোলিংয়ে পুরনো সেই স্বাদ

অনেক দিন পর টেস্টে সাকিবের বোলিংয়ে পুরনো সেই স্বাদ

টেস্টে জয়ের দ্বিতীয় অর্ধশতক 

টেস্টে জয়ের দ্বিতীয় অর্ধশতক 

দিনের শুরুতেই অর্ধশতক তুলে নিলেন তামিম

দিনের শুরুতেই অর্ধশতক তুলে নিলেন তামিম

চট্টগ্রামে ‘চায়নাম্যান’ সাকিব

চট্টগ্রামে ‘চায়নাম্যান’ সাকিব